ফ্লিপকার্টের বিগ বিলিয়ান ডে সেলঃ Samsung Galaxy S7, Huawei P9 ও অন্যান্য সেরা স্মার্টফোনের ডিল

Updated on 19-Sep-2017
HIGHLIGHTS

ফ্লিপকার্টের এই সেল সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে ২৪ তারিখ অব্দি হবে এই উৎসবের মরশুমে

ফ্লিপকার্টের বিগ বিলিয়ান ডে সেল আগামীকাল থেকে শুরু হবে আর কোম্পানি এই উৎসবের মরশুমে নতুন প্রোডাক্ট বিক্রি হবে বলে আশা করছে। এই সেল আজ মধ্যরাত থেকে শুরু হবে আর প্রথম দিনের সেল হবে ইলেক্ট্রনিক্স আর ফ্যাশান প্রোডাক্টের ওপর। এই বিগ সেল সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে ২৪ তারিখ অব্দি হবে এই উৎসবের মরশুমে।আর স্মার্টফোনের এক্সক্লিউশিভ রেঞ্জের ওপর থাকছে বিশেষ আকর্ষন।
 ফ্লিপ্কার্ট থেকে কিনুন Rs.14,999 টাকায় Huawei P9 (Mystic Silver, 32 GB) (3 GB RAM)
এই বিগসেলে কোম্পানি কিছু কনফার্মড ডিস্কাউন্ট দিচ্ছে। Samsung Galaxy S7 আছ এত।
গ্যালাক্সির এই ফোনটি ২৭,৯৯০ টাকায় পাওয়া যায় এতে ফ্লিপকার্ট অতিরিক্ত ৩,০০০ টাকার ডিস্কাউন্ট দিচ্ছে এক্সচেঞ্জে। এর সঙ্গে থাকছে আরও আকর্শণীয় অফার।
 
হুয়াই পি৯ এর মতন ফোনও এই সেলের তালিকায় আছে। এটি ১৪,৯৯৯ টাকা পাওয়া যাবে। এই ফোনে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবির স্টোরেজ আছে। এটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট নৌগাট ভার্শানে চলে। ফ্লিপ্কার্ট থেকে কিনুন Rs.8,999 টাকায় Smartron srt.phone (Titanium Gray, 64 GB) (4 GB RAM)
 
স্মার্টনের ফোনও এই তালিকায় আছে। এই ফোনটি ৫,০০০ টাকার ডিস্কাউন্টে পাওয়া যাবে।
সাওমির এন্ট্রি লেভেল স্মার্টফোন Redmi 4A আর Redmi 4A ২১ তারিখ রাত থেকে কিনতে পাওয়া যাবে। 

ফ্লিপ্কার্ট থেকে কিনুন Rs.7,999 টাকায় ZTE Blade A2 Plus (Grey, 32 GB) (4 GB RAM)

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :