ফ্লিপকার্টের এই সেল সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে ২৪ তারিখ অব্দি হবে এই উৎসবের মরশুমে
ফ্লিপকার্টের বিগ বিলিয়ান ডে সেল আগামীকাল থেকে শুরু হবে আর কোম্পানি এই উৎসবের মরশুমে নতুন প্রোডাক্ট বিক্রি হবে বলে আশা করছে। এই সেল আজ মধ্যরাত থেকে শুরু হবে আর প্রথম দিনের সেল হবে ইলেক্ট্রনিক্স আর ফ্যাশান প্রোডাক্টের ওপর। এই বিগ সেল সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে ২৪ তারিখ অব্দি হবে এই উৎসবের মরশুমে।আর স্মার্টফোনের এক্সক্লিউশিভ রেঞ্জের ওপর থাকছে বিশেষ আকর্ষন। ফ্লিপ্কার্ট থেকে কিনুন Rs.14,999 টাকায় Huawei P9 (Mystic Silver, 32 GB) (3 GB RAM) এই বিগসেলে কোম্পানি কিছু কনফার্মড ডিস্কাউন্ট দিচ্ছে। Samsung Galaxy S7 আছ এত। গ্যালাক্সির এই ফোনটি ২৭,৯৯০ টাকায় পাওয়া যায় এতে ফ্লিপকার্ট অতিরিক্ত ৩,০০০ টাকার ডিস্কাউন্ট দিচ্ছে এক্সচেঞ্জে। এর সঙ্গে থাকছে আরও আকর্শণীয় অফার।