দেশের প্রথম জৈব ফুয়েলের উড়োজাহাজের উড়ান এক নতুন যুগের সুচনা করল

দেশের প্রথম জৈব ফুয়েলের উড়োজাহাজের উড়ান এক নতুন যুগের সুচনা করল
HIGHLIGHTS

এই প্লেনের ফুয়েল জেট্রিকো ফুলের তেল আর হাইড্রোজেনের মিশ্রনে তৈরি হয়েছে

গত 27 আগস্ট ভারতের উত্তরাখন্ডের জেলিগ্রান্ট এয়ারপোর্ট থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী রাওয়াত ভারতের উড়োজাহাজের ইতিহাসে এক নতুন প্লেনের ফ্ল্যাগঅফ করে ইতিহাস সৃষ্টি  করেছেন।

আসলে Spice Jet য়ের এই প্লেনটি ভারতের প্রথম প্লেন যা জৈব ইন্ধনে চলেছে। এই প্লেনটি উত্তরাখন্ড থেকে দিল্লি পর্যন্ত এসেছে।

এই প্লেনের ফুয়েল জেট্রিকো ফুলের তেল আর হাইড্রোজেনের মিশ্রনে তৈরি হয়েছে। এর জন্য IIP তে গাছ লাগানো হয়। এই সংস্থানে বায়োজেট ফুয়েল তৈরি করা হচ্ছে। ছত্তিশগড়ের বায়োফুয়েল ডেভলাপমেন্ট অথরিটির মাধ্যমে জেট্রিকোর বিচ কেনা হয়।

আর এর আগে জৈব ফুয়েল যুক্ত এই প্লেনটির পরীক্ষণীয় উরান Spice Jet সফল ভাবে করে। বলা হয়েছে যে আমেরিকা আর কানাডার মতন দেশ আগেই কমার্সিয়াল প্লেন্নে জৈব ফুয়েল ব্যাবহার করেছে।

জৈব ফুয়েল যুক্ত Spice Jet য়ের এই প্লেন ফ্ল্যাগঅফের সময়ে সরকারের তরফে অনেকে উপস্থিত ছিলেন।

নোটঃ ফিচার্ড ছবিটি কাল্পনিক

Digit.in
Logo
Digit.in
Logo