শ্রীকান্ত তিওয়ারিকে মনে আছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন Family Man -এর শ্রীকান্ত তিওয়ারির কথা বলছি। 2019 সালের 20 সেপ্টেম্বর প্রথমবার এই চরিত্রের বেশে মনোজ বাজপেয়ীকে দেখা গিয়েছিল। একদম অন্যরকমের এই সিরিজ সহজেই মন কেড়েছিল দর্শকদের। দারুন সাফল্য পেয়েছিল এই ওয়েব সিরিজ। এরপর 2021 সালে আবার এই সিরিজের দ্বিতীয় ভাগ মুক্তি পায়। সেটাও দারুন জনপ্রিয়তা পায়। এরপর থেকে সবাই এই ওয়েব সিরিজের তৃতীয় ভাগের জন্য মুখিয়ে ছিলেন। বহু জল্পনা কল্পনা চলেছে এই ওয়েব সিরিজ নিয়ে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। জানা গেল এই বছরেই মুক্তি পাচ্ছে ফ্যামিলি ম্যান 3। খোদ অভিনেতা মনোজ বাজপেয়ী নিজে সেই কথা জানালেন।
মনোজ বাজপেয়ী ( Manoj Bajpayee) বুধবার, 8 ফেব্রুয়ারি তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও পোস্ট করে এই ছবির মুক্তির দিন নিয়ে একটা বড়সড় আভাস দেন। তিনি তাঁর পোস্টে বলেন, 'হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? অনেক সময় হয়ে গেল না? আমার কথা মন দিয়ে শুনুন। এই দোলে আমি আমার পরিবার নিয়ে আসছি একবার পরিবারের জন্য। সঙ্গে থাকুন।'
তবে অভিনেতা তাঁর এই পোস্টে তাঁর আসন্ন সিরিজের নাম করেননি কোনও। স্রেফ আভাসটুকু দিয়েছেন। তিনি এখানে কোনও হ্যাশট্যাগ দেননি। কেবল পরিবার বা ফ্যামিলি শব্দটার উপর জোর দিয়েছেন। কারণ তিনি তাঁর পোস্টের ক্যাপশনে লেখা হয়, ' পরিবারের সঙ্গে আসছি, স্বাগত জানাবে না আমাদের?' তবে অভিনেতা যতই তাঁর সিরিজের নাম না করুন সকলেই বুঝে গেছে তিনি আদতে কিসের কথা বলতে চাইছেন, বা কিসের ইঙ্গিত দিচ্ছেন। তাঁর এই পোস্টে তাঁর বহু ভক্ত বটেই বহু সেলিব্রিটিরাও কমেন্ট করেছেন।
অভিনেতার এই পোস্টে অভিনেত্রী শ্রেয়া ধন্বন্ত্বরি কমেন্ট করে লেখেন, 'আরে আরে।' আরও বহু ভক্ত নানান মন্তব্য করেছেন। তবে কিছু ব্যক্তি এর মধ্যে বলছেন যে তিনি ফ্যামিলি ম্যান নয়, তাঁর আগামী ছবি গুলমোহর নিয়ে বলছেন, কারণ সেই ছবিটাও আদতে একটি পারিবারিক ছবি। এই ওয়েব সিরিজে মনোজ বাজপেয়ী ছাড়াও শ্রেয়া ধন্বন্ত্বরি, সামান্থা রুথ প্রভু, প্রিয়মণি, শারিব হাশমি, প্রমুখকে দেখা গিয়েছে।