কেন্দ্রীয় সরকারের তরফে নাকি সমস্ত গ্রাহকদের 239 টাকার একটি রিচার্জ করিয়ে দেওয়া হচ্ছে। তাও বিনামূল্যে! ভাবা যায়। আপনি না ভাবলেও এমনই এক মেসেজ কিন্তু ঘুরপাক খাচ্ছে WhatsApp এ। আর তাতেই হইচই পড়ে গিয়েছে। কী জানানো হয়েছে সেখানে? WhatsApp -এ আসা সেই মেসেজে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে সমস্ত গ্রাহককে নাকি 239 টাকার প্ল্যান রিচার্জ করিয়ে দেওয়া হবে যার বৈধতা হবে 28 দিন। এটা কি সত্যি? সমস্ত গ্রাহকরাই কি এই 239 টাকার রিচার্জ পাবেন তাও বিনামূল্যে? সোশ্যাল মিডিয়া জুড়ে এখন কেবল এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
এখন প্রশ্ন হল কেন্দ্রীয় সরকারের তরফে কী সত্যি এমন কোনও বার্তা দেওয়া হয়েছে? উত্তরটা হল না। এটা ভুয়ো খবর। কেন্দ্রীয় সরকার এমন কোনও সিদ্ধান্ত নেয়নি যেখানে 28 দিনের তারা সমস্ত গ্রাহককে 239 টাকার প্ল্যান রিচার্জ করিয়ে দেবে। প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে এই কথা প্রকাশ্যে আনা হয়েছে।
https://twitter.com/PIBFactCheck/status/1639906534351142912?ref_src=twsrc%5Etfw
সেখানে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকার কোনও ফ্রি মোবাইল রিচার্জ করাচ্ছে না। WhatsApp -এ যে মেসেজ ছড়িয়ে পড়েছে ফ্রি মোবাইল রিচার্জের আওতায় সরকার 28 দিনের জন্য 239 টাকার রিচার্জ করিয়ে দেবে বলে সেটা আসলে ভুয়ো। ভারত সরকার এমন কোনও সিদ্ধান্ত নেয়নি। দেশবাসীদের সতর্ক করা হচ্ছে।
একই সঙ্গে প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে জানানো হয়েছে সেখানে যে লিংক দেওয়া আছে সেটায় যেন ক্লিক না করে কেউ। ওই মেসেজে বলা হয়েছে বিনামূল্যে 239 টাকার রিচার্জ পেতে সেই লিংকে ক্লিক করতে হবে। যাঁরা এক সুবিধা চান তাহলে 30 তারিখের মধ্যে সেই লিংকে ক্লিক করে এটি দাবি করতে হবে। কিন্তু এটা যে পুরো ভুয়ো সেটা জানিয়ে দেশবাসীকে সতর্ক করল কেন্দ্রীয় সরকার।