এবার ফেসবুকে ভুয়ো খবর যাতে না ছ্রায় তাই দেখছে ফেসবুক
সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বেশ কিছু পরিবর্তন এনেছে ফেসবুক। বিশেষ করে ভুয়ো খবর ছড়ানোর মতো বিষয়টির বিরুদ্ধে নানা পদক্ষে নেওয়া হচ্ছে। যেসব পেজ সক্রিয় ভাবে বা প্ররোক্ষ ভাবে ভুয়ো নিউজ ছড়ায়, সেই সব পেজের বিজ্ঞাপন বন্ধ করে দেবে ফেসবুক।
ফেসবুকের ব্লগ পোস্টে বলা হয়েছে, তারা নতুন একটি আপডেট আনছে। তাতে ভুয়ো খবর ছড়ানো কমবে। ভুয়ো খবর ছড়িয়ে যেসব পেজ পয়সা তোলে, তাদের চাপ বাড়বে। ফেসবুক অ্যাড ব্যবহার করে অনেক পেজ তাদের ভিউয়ার বাড়ায়। ফলে ভুয়ো খবর ছড়ায় আরও ব্যাপকভাবে। এখন এমন কোনও খবর যদি কোনও পেজ থেকে ছড়ায়, এবং পরে দেখা যায় তা ভুয়ো, তাহলে সেই সব পেজ আর ফেসবুক অ্যাড কিনতে পারবে না।
তবে এর সঙ্গে এও বলা হেয়ছে যে এই পেজ গুলি যদি এধরনের খবর দেওয়া বন্ধ করে দেয় তবে আবার তারা আগের অবস্থানে ফিরে যেতে পারবে।
এবার ফেসবুক প্রধানত তিনটি বিষয়ের দিকে খেয়াল রাখছে।
ভুয়ো খবর দেওয়ার দিলে যেখানে টাকা আসে তা বন্ধ করা।
ভুয়ো খবর আসা বন্ধ করতে নতুন প্রোডাক্ট লঞ্চ করা।
ভুয়ো খবরের বিষয়ে সাধারন মানুষকে আরও সচেতন হতে সাহায্য করা।