ফেসবুক কেরালার ২০ বছরের এক যুবক অরুণ এস কুমার কে দিলো ১০ লক্ষ টাকা, জানুন কেন!

Updated on 20-Sep-2016
HIGHLIGHTS

২০ বছরের কেরেলিয়ান যুবক অরুণ এস কুমার ফেসবুকের ওয়েবসাইট কোডে ‘বাগ’ ধরেই পুরস্কার স্বরূপ পেয়ে গেলেন ১০ লক্ষ ৭০ হাজার টাকা৷

কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র অরুণ এস কুমার সম্প্রতি হ্যাকার হিসাবে বেশ নাম করেছেন৷ ফেসবুকের ওয়েবসাইট কোডে ‘বাগ’ ধরেই পুরস্কার স্বরূপ পেয়ে গেলেন ১০ লক্ষ ৭০ হাজার টাকা৷

এই ‘হ্যাকার’ অরুণ এস কুমার একজন ‘হোয়াইট হ্যাট হ্যাকার’৷ এমইএস ইনস্টিটিউটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র৷ তাঁর বয়স মাত্র ২০ বছর৷ এখনও ইঞ্জিনিয়ারিং পাশ করেননি তিনি| কিন্তু হোয়াইট হ্যাকিংয়ে পারদর্শী হ্যাকারদের হার মানাতে পারবেন অরুণ৷

আরও দেখুন : স্যামসং গ্যালাক্সি A9 প্রো স্মার্টফোন ভারতে লঞ্চ

গত এপ্রিল মাসে গুগল এবং ফেসবুকে তিনি বেশ কয়েকটি সমস্যা দেখেছিলেন৷ তাঁর পরিপ্রেক্ষিতেই  ফেসবুক থেকে ৭ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয় অরুণকে৷

সম্প্রতি আরেকবার ফেসবুকে একটি গুরুতর সমস্যা দেখতে পান তিনি৷ যে ‘বাগ’টি তিনি এইবার খুঁজে পান তা ব্যবহার করে গ্রে হ্যাকাররা সম্পূর্ণ ওয়েবসাইট তাদের দখলে করে নিতে পারেন বলেই দাবি করেছেন অরুণ৷ গত ২৯ আগস্ট এই সমস্যার কথা জানিয়ে ফেসবুককে মেল করেন তিনি৷ যাঁর উত্তরে ফেসবুক তাঁকে ধন্যবাদ জানায়৷ ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, অরুণের এই সমস্যা চিহ্নিত করার ফলে ফেসবুক নিরাপত্তাজনিত ভয়ংকর সমস্যার সম্মুখীন হওয়া থেকে রেহাই পেল৷

গত ৩ বছর ধরে এই ‘বাগ হান্টার’ প্রায় ৩০ লক্ষ ৮৫ হাজার টাকা আয় করেছেন কেবল হোয়াইট হ্যাট হ্যাকিং-এর মাধ্যমে৷ এমনকি ফেসবুক থেকে অরুণ এবং আরও তিন দেশের হ্যাকারকে আগস্ট মাসেই লাস ভেগাস ডেকে পাঠানো হয় ফেসবুকের সিকিউরিটি টিমের সঙ্গে দেখা করার জন্য৷

এছাড়াও অরুন এস কুমার প্রথম ভারতীয় হোয়াইট হ্যাট হ্যাকার হিসাবে ‘ফেসবুক’স হল অফ ফেম’এ দশম স্থান অধিকার করেছেন৷

সাধারণ ঘরের মেধাবী ছেলে অরুন, আর এক বছরের মধ্যেই ইঞ্জিনিয়ারিং-এর পড়াশোনা শেষ করবেন৷ বাবা সরকারী কর্মচারী এবং মা গৃহবধূ৷ এমন সাধারণ ঘর থেকে এরকম নজির গড়তে পেরে খুশি অরুণের পরিবার৷ অরুণ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নিজের উচ্চশিক্ষাতেই ব্যয় করবেন এই টাকা৷

আরও দেখুন : ডুয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সুবিধা নিয়ে বাজারে নামলো ভিডিওকন Q1 V500K

আরও দেখুন : 3GB র্যাম দিয়ে সজ্জিত একটি নতুন LYF স্মার্টফোন গেলো দেখা

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech.

Connect On :