ফেসবুক কেরালার ২০ বছরের এক যুবক অরুণ এস কুমার কে দিলো ১০ লক্ষ টাকা, জানুন কেন!

ফেসবুক কেরালার ২০ বছরের এক যুবক অরুণ এস কুমার কে দিলো ১০ লক্ষ টাকা, জানুন কেন!
HIGHLIGHTS

২০ বছরের কেরেলিয়ান যুবক অরুণ এস কুমার ফেসবুকের ওয়েবসাইট কোডে ‘বাগ’ ধরেই পুরস্কার স্বরূপ পেয়ে গেলেন ১০ লক্ষ ৭০ হাজার টাকা৷

কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র অরুণ এস কুমার সম্প্রতি হ্যাকার হিসাবে বেশ নাম করেছেন৷ ফেসবুকের ওয়েবসাইট কোডে ‘বাগ’ ধরেই পুরস্কার স্বরূপ পেয়ে গেলেন ১০ লক্ষ ৭০ হাজার টাকা৷

এই ‘হ্যাকার’ অরুণ এস কুমার একজন ‘হোয়াইট হ্যাট হ্যাকার’৷ এমইএস ইনস্টিটিউটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র৷ তাঁর বয়স মাত্র ২০ বছর৷ এখনও ইঞ্জিনিয়ারিং পাশ করেননি তিনি| কিন্তু হোয়াইট হ্যাকিংয়ে পারদর্শী হ্যাকারদের হার মানাতে পারবেন অরুণ৷

আরও দেখুন : স্যামসং গ্যালাক্সি A9 প্রো স্মার্টফোন ভারতে লঞ্চ

গত এপ্রিল মাসে গুগল এবং ফেসবুকে তিনি বেশ কয়েকটি সমস্যা দেখেছিলেন৷ তাঁর পরিপ্রেক্ষিতেই  ফেসবুক থেকে ৭ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয় অরুণকে৷

সম্প্রতি আরেকবার ফেসবুকে একটি গুরুতর সমস্যা দেখতে পান তিনি৷ যে ‘বাগ’টি তিনি এইবার খুঁজে পান তা ব্যবহার করে গ্রে হ্যাকাররা সম্পূর্ণ ওয়েবসাইট তাদের দখলে করে নিতে পারেন বলেই দাবি করেছেন অরুণ৷ গত ২৯ আগস্ট এই সমস্যার কথা জানিয়ে ফেসবুককে মেল করেন তিনি৷ যাঁর উত্তরে ফেসবুক তাঁকে ধন্যবাদ জানায়৷ ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, অরুণের এই সমস্যা চিহ্নিত করার ফলে ফেসবুক নিরাপত্তাজনিত ভয়ংকর সমস্যার সম্মুখীন হওয়া থেকে রেহাই পেল৷

গত ৩ বছর ধরে এই ‘বাগ হান্টার’ প্রায় ৩০ লক্ষ ৮৫ হাজার টাকা আয় করেছেন কেবল হোয়াইট হ্যাট হ্যাকিং-এর মাধ্যমে৷ এমনকি ফেসবুক থেকে অরুণ এবং আরও তিন দেশের হ্যাকারকে আগস্ট মাসেই লাস ভেগাস ডেকে পাঠানো হয় ফেসবুকের সিকিউরিটি টিমের সঙ্গে দেখা করার জন্য৷

এছাড়াও অরুন এস কুমার প্রথম ভারতীয় হোয়াইট হ্যাট হ্যাকার হিসাবে ‘ফেসবুক’স হল অফ ফেম’এ দশম স্থান অধিকার করেছেন৷

সাধারণ ঘরের মেধাবী ছেলে অরুন, আর এক বছরের মধ্যেই ইঞ্জিনিয়ারিং-এর পড়াশোনা শেষ করবেন৷ বাবা সরকারী কর্মচারী এবং মা গৃহবধূ৷ এমন সাধারণ ঘর থেকে এরকম নজির গড়তে পেরে খুশি অরুণের পরিবার৷ অরুণ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নিজের উচ্চশিক্ষাতেই ব্যয় করবেন এই টাকা৷

আরও দেখুন : ডুয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সুবিধা নিয়ে বাজারে নামলো ভিডিওকন Q1 V500K

আরও দেখুন : 3GB র্যাম দিয়ে সজ্জিত একটি নতুন LYF স্মার্টফোন গেলো দেখা

Digit NewsDesk

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo