ফেসবুককে কুরকুরে সম্বন্ধীয় প্রায় 20,000পোস্ট ব্লক করতে হবে
PepsiCo , 3412 ফেসবুক লিঙ্কস, 20244 ফেসবুক পোস্ট, 242 ইউটিউব ভিডিও, 6টি ইন্সটাগ্রাম লিঙ্ক আর 562 লিটস রিমুভ করার জন্য কেস করে আর হাই কোর্ট এই কেসকে স্বীকৃতি দিয়েছে
বিগত বেশ কিছু দিন ধরেই ইন্টারনেটে বুভিন্ন গুজবের মাধ্যমে শোনা যাচ্ছিল যে কুরকুরের সঙ্গে প্লাস্টিক মেশানো হয়। সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ধরনের কন পোস্ট, ভিডিও বা লিঙ্ক ছিল যেখানে বলা হয়েছিল যে কুরকুরেতে পালস্টিক মেশানো হয়। আর এর জবাবদিহি করতে গিয়ে PepsiCo দিল্লির হাই কোর্টে এই বিষয়টি সুনিশ্চিত করে যে এই ধরনের গুজবের বিরুদ্ধে কেস করা হবে।
LivMint য়ের একটি রিপোর্ট অনুসারে, ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম আর ইউটিউবে এই ধরনের অনেক পোস্ট আছে যেখানে কুরকুরে তে প্লাস্টিক মেশানোর কথা বলা হয়েছে। আর কোর্ট সব সোশাল মিডিয়া নেটওয়ার্ককে নির্দেশ দিয়েছে যে এই ধরনের সব পোস্ট ব্লক করে দেওয়া হোক। MediaNama র একটি রিপোর্ট অনুসারে ,Pepsico 3412 ফেসবুক লিঙ্কস, 20244 ফেসবুক পোস্ট, 242 ইউটিউব ভিডিও, 6টি ইন্সটাগ্রাম লিঙ্ক আর 562 লিটস রিমুভ করার জন্য কেস করে আর হাই কোর্ট এই কেসকে স্বীকৃতি দিয়েছে.
Pepsico এক জায়গায় বলেছে যে , “কুরকুরে 100%সুরক্ষিত ভেজ আর সুরক্ষিত যাতে চাল, ডাল, ছোলার মতন প্রতিদিনের ব্যাবহার্য জিনিস দেওয়া হয়”।