EXCITEL ব্রডব্যান্ড দুই নতুন শহরে এল, এদের প্ল্যানের বিষয়ে জানেন!

Updated on 04-Nov-2019
HIGHLIGHTS

Excitel ব্রডব্যান্ড তাদের অপারেশানে দুটি নতুন শহর অ্যাড করেছে

আর এই প্ল্যানে 999 টাকার প্ল্যানে 300Mbps স্পিড দিচ্ছে

আর Excitel ব্রডব্যান্ডের কাছে এখন বেঙ্গালুরুতে তিনটি প্ল্যান আছে 699 টাকা, 849 টাকা আর 999 টাকা

Excitel  ব্রডব্যান্ড এবার আরও দুটি শহরে পাওয়া যাবে। আর কোম্পানির 999 টাকার প্ল্যানে 300Mbps স্পিড আছে। আর এই Excitel ব্রডব্যান্ডের কাছে এই সময়ে ব্যাঙ্গালোরে 699 টাকা, 849 টাকা আর 999 টাকার তিনটি প্ল্যান আছে। আর এই প্ল্যানে আপনারা যথাক্রমে  100Mbps, 200Mbps, আর 300Mbpsস্পিড আছে।

আর আমরা যদি 999 টাকার প্ল্যানের বিষয়ে দেখি তবে এতে কোন FUP লিমিট নেই। আর এই প্ল্যানে আছে 300Mbps স্পিড আর এটি একটি আনলিমিটেড প্ল্যান।

Excitiel ব্রডব্যান্ড প্ল্যানের 300Mbps আর 1000 টাকার প্ল্যানের পার্থক্য

Excitel ব্রডব্যান্ড তাদের পরিষেবা প্রথমে দিল্লিতে আনে আর এবার কোম্পানি হায়াদ্রাবাদেও এসেছে আর এবার কোম্পানি তাদের 300Mbps প্ল্যান লখনৌ আর বেঙ্গালুরুতেও এনেছে। আর এর সঙ্গে কোম্পানির কাছে 200mBps প্ল্যান আছে আর 300Mbps প্ল্যানের সঙ্গে প্রতিযোগিতা করেছে। আর এই কোম্পানির কাছে 100Mbps স্পিডে আছে। আর এবার কোম্পানির কাছে 300Mbps প্ল্যানে 1000 টাকার কম দামে পাওয়া যাচ্ছে আর এটি একাধিক শহরে এসেছে।

আর বেঙ্গালুরুর বিষয়টি যদি দেখি তবে এটি তিনটি ব্রডব্যান্ড প্ল্যানে এসেছে যথাক্রমে 699 টাকা, 849 টাকা আর 999 টাকা আর এতে আপনারা পাবেন 100Mbps, 200Mbps,আর 300Mbps প্ল্যান। আর এই প্ল্যান গুলিতে কোন FUP লিমিট নেই।

আর গ্রাহকরা যদি 300Mbps প্ল্যান 12 মাসে জন্য নেন তবে এটি এফেক্টিভ দামে 623 টাকায় পাওয়া যাবে। আর এর সঙ্গে 1000Mbps প্ল্যান মাত্র 436 টাকার বাৎসরিক প্ল্যানে পাওয়া যাবে।

আর এই সব প্ল্যান এখন শুধু লখনৌ, বেঙ্গালুরু আর জয়পুরে আছে আর দিল্লি আর হায়াদ্রাবাদে কোম পানির 100Mbps প্ল্যান আছে। হায়াদ্রাবাদ আর দিল্লিতে Excitel  ব্রডব্যান্ড তিনটি প্ল্যানে 50Mbps য়ের দাম মাত্র 500টয়াকা আর 75Mbps প্ল্যানের দাম 545 টাকা আর 100Mbps ব্রডব্যান্ড প্ল্যানের দাম 645 টাকা। আর এই ব্রডব্যান্ড প্ল্যানে আনলিমিটেড ডাটার সঙ্গে কোন FUP লিমিট নেই।

 

Connect On :