Durga Puja Mahalaya Wishes in Bengali: রাত পোহালেই দেবীপক্ষের শুরু, প্রিয়জনকে পাঠান শারদীয়ার শুভেচ্ছাবার্তা

Updated on 02-Oct-2024
HIGHLIGHTS

দুর্গা পুজো আসতে এখনও 5 দিন হাতে রয়েছে তবে তার আগেই চারিদিকে পুজো পুজো ভাব

আজ রাত পেরোলেই মহালয়া। মহালয়া হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তিথি যা দুর্গাপূজার সূচনা হিসেবে বিবেচিত হয়

আপনিও আপনার প্রিয়জন কে WhatsApp এ পাঠিয়ে দিন শারদীয়ার শুভেচ্ছা বার্তা (Durga Puja Mahalaya Wishes in Bengali)

Durga Puja Mahalaya Wishes in Bengali: দুর্গা পুজো আসতে এখনও 5 দিন হাতে রয়েছে তবে তার আগেই চারিদিকে পুজো পুজো ভাব। শেষ মুহূর্ত অবধি চলছে কেনাকাটা। তবে আজ রাত পেরোলেই মহালয়া। মহালয়া হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তিথি যা দুর্গাপূজার সূচনা হিসেবে বিবেচিত হয়। মহালয়ার দিন থেকে দেবী দুর্গাকে পৃথিবীতে আমন্ত্রণ জানানো হয়। এই দিন বাড়ি বাড়ি বেজে ওঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সুরে চণ্ডীপাঠ ও দেবীর আবাহন মন্ত্র। আপনার এই আনন্দকে আরও বেশি বাড়িয়ে দেয় আপনার প্রিয় জনের শারদীয়ার শুভেচ্ছা বার্তা। আপনিও আপনার প্রিয়জন কে WhatsApp এ পাঠিয়ে দিন শারদীয়ার শুভেচ্ছা বার্তা।

Durga Puja Mahalaya Wishes in Bengali

  1. শিউলির গন্ধে – ধুনুচি নাচে
    দেবীর বোধন এ – ঢাকের বাজনায়
    পুজোর ভোগে – অষ্টমীর অঞ্জলি তে
    জমজমাটি আড্ডা গানে বেঁচে থাকুক পুজোর কলকাতা রন্ধ্রে রন্ধ্রে
  2. দেবীর আগমনে – আনন্দ উচ্ছ্বাসে নতুন জামায় আর পাড়ার প্যান্ডেলে অবিরাম হাসি তে পুজো কাটুক সানন্দে
  3. গোটা পরিবারকে নিয়ে বাপের বাড়ি আসতে চলেছে দুর্গা। এই দিনগুলি সেজে উঠুক একেবারে সুন্দর এবং আনন্দময়। তোমাকে এবং তোমার গোটা পরিবারকে জানাই দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা।
  4. নতুন জামা, নতুন আনন্দ, নতুন আশা, সবকিছুই যেন হয় শুভ। তোমাকে এই শুভক্ষণে জানাই দুর্গাপুজোর শুভেচ্ছা।
  1. শুভ দেবী পক্ষ, শুভ মহালয়া!
  2. মায়ের আশীর্বাদ যেন আপনার এবং আপনার পরিবারে সমস্ত বাধা দুর করে দেয়। শুভ মহালয়া!
  3. মহালায় থেকেই শুরু পুজোর আনন্দ, পুজোর দিনগুলিতে আনন্দে কাটুক তোমার সময়, তোমাকে এবং তোমার পরিবারকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা।
  4. মহালয়ার এই শুভ মুহূর্তে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা… কামনা করি মায়ের আশীর্বাদে সবার জীবন আনন্দে ভরে উঠুক। শুভ মহালয়া
  • সুস্থতার আলোয় ফিরুক প্রতিটা জীবন। এই প্রার্থনায় সকলের দিন শুরু হোক মহালয়ার এই শুভ সকালে। শুভ মহালয়া।
  • মহালয়ার শুভেচ্ছা! দেবীপক্ষের এই শুভ সূচনায় মা দুর্গার শক্তি আমাদের অন্তরে আনুক অসীম সাহস ও শক্তি। পিতৃপক্ষের বিদায়ের সঙ্গে সঙ্গে আমরা নতুন আলো ও আশার পথে পা বাড়াই। মা দুর্গার আশীর্বাদে জীবনের সকল অন্ধকার দূর হোক। শুভ মহালয়া!
  • দেবীপক্ষের শুভ সূচনায় সকলকে জানাই শুভ মহালয়া!
  • নিজেকে নতুন রূপে দেখার, নতুন সাজে সাজানোর অপূর্ন ইচ্ছারা পূর্নতা পায় আগমনীর ভোরের বাতাসে। শুভ মহালয়া!
  1. আশ্বিনের শারদপ্রাতে, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে হলো,মাতৃপক্ষের সূচনা আনন্দে মাতলো বাঙালি, শেষ করে সব দুঃখ আর অনুশোচনা।
  2. দেবী দুর্গার আগমন আপনার জন্য আনন্দ ও অপার খুশি নিয়ে আসুক। শুভ মহালয়া!
  3. মহালয়ার এই পবিত্র দিনে মা দুর্গার আবাহনে শুরু হোক এক নতুন অধ্যায়। দেবীর শক্তি আমাদের জীবন থেকে সব অশুভ শক্তিকে পরাস্ত করে আশীর্বাদের আলো ছড়িয়ে দিক। শুভ মহালয়া!
  4. মহিষাসুরমর্দিনী মা দুর্গার আগমন বার্তা ধ্বনিত হচ্ছে দিকে দিকে। মৃণ্ময়ী মাগো, তুমি চিন্ময়ী রূপে জাগো। শুভ মহালয়া

WhatsApp এ শারদীয়ার শুভেচ্ছা কীভাবে মেসেজ পাঠাবেন

সবার প্রথম আপনার হোয়াটসঅ্যাপ খুলতে হবে।

আপনার প্রিয়জন যাকে আপনি শুভেচ্ছা পাঠাতে চান তার হোয়াটসঅ্যাপ চ্যাট বক্সে যান।

এবার সেটিংয়ে মেনু তে গিয়ে ফোনের গ্যালারি থেকে ছবি সেলেক্ট করে পাঠিয়ে দিন।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :