Ducati-র দুর্দান্ত ঘোষণা! ভারতে আসছে এমন 9টি সুপারবাইক যাদের দাম 10 থেকে 72 লাখ টাকা! দেখুন

Updated on 10-Jan-2023
HIGHLIGHTS

Ducati -এর তরফে বড় ঘোষণা, ভারতে একাধিক সুপারবাইক আনছে এই সংস্থা

2023 সালে দেশে মোট 9টি সুপারবাইক আনতে চলেছে Ducati

এই বাইকগুলোর দাম 10 থেকে 72 লাখ টাকার মধ্যে

ভারতে এবার পাকাপাকি জায়গা করতে চাইছে Ducati। আর সেই কারণেই এই ইতালীয় অটোমোবাইল সংস্থা প্রতিবছর একগুচ্ছ নতুন বাইক লঞ্চ করছে দেশে। 2022 -এর পর এই বছরও, অর্থাৎ 2023 এও একগুচ্ছ নতুন বাইক আনতে চলেছে। হ্যাঁ, এই সংস্থার তরফে দুর্দান্ত চমক ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে এই সংস্থা 2023 সালে মোট 9টি সুপারবাইক আনতে চলেছে। আর এই সুপারবাইকগুলো ভাবছেন কোনগুলো? আসুন দেখে নেওয়া যাক। 

কোন সুপারবাইক 2023 সালে ভারতে লঞ্চ করবে Ducati?

Ducati 2023 সালে যে সুপার বাইকগুলো লঞ্চ করবে তার মধ্যে আছে Moster SP, Diavel V4 SP 2, Multistrada V4 Rally, Scrambler Icon 2G, Scrambler Full Throttle 2G, Scrambler Nightshift 2G এবং Street fighter V4 Lamborghini। এই সুপারবাইকগুলোর মধ্যে অধিকাংশ বাইক ইতিমধ্যেই বিদেশের বাজারে লঞ্চ করে গিয়েছে। তবে শুধু বাইক নয়, এই সংস্থার তরফে দুটি নতুন শোরুম খোলা হতে চলেছে দেশে। এই শোরুম দুটি চণ্ডীগড় এবং আমেদাবাদে উদ্বোধন করা হবে। জানা গিয়েছে চলতি বছরের মাঝামাঝি সময়ের দিকে Street Fighter V4, SP 2 বাইকটি লঞ্চ করতে চলেছে। এই বাইকটির দাম 35 লাখেরও বেশি হবে। 35,33,000 টাকা মতো দাম হবে এই বাইকের। অন্যদিকে বছরের দ্বিতীয় ভাগে আসবে Monster SP। জানা গিয়েছে এই বাইকের দান 15,95,000 টাকা হবে। অন্যদিকে 69,99,000 টাকায় Panigale V4R লঞ্চ করতে চলেছে। 

জানা গিয়েছে Ducati Scrambler 2G রেঞ্জে আইকন 2G, ফুল থ্রটল 2G, এবং নাইটশিফট 2G নামক তিনটি মডেল থাকবে বলে জানা গিয়েছে। এই বাইকের যে এন্ট্রি লেভেল মডেল অর্থাৎ আইকন 2G এর দাম 10.39 লাখ টাকা রাখা হবে। অন্যদিকে বাকি দুটি বাইকের দাম 12 লাখ টাকার মতো রাখা হবে বলে জানা গিয়েছে। আর দেশের সব থেকে বহুমূল্য বাইক হিসেবে যে সুপারবাইক আনছে এই সংস্থা সেটা হল Street Fighter V4 Lamborghini। এই বাইকের দাম রাখা হবে 72 লাখ টাকা। অন্যদিকে Multistrada V4 Rally বাইকটির দান 29.72 লাখ টাকা রাখা হবে বলে জানা গিয়েছে। এই প্রতিটি দামই এক্স শোরুম দাম। 

এছাড়া জানা গিয়েছে DesertX মডেল যেটা 2022 সালে লঞ্চ করেছিল সেটা শীঘ্রই ডেলিভারি শুরু হবে দেশে। ভারতে সবার আগে আসবে Multistrada V4 Rally, তারপর Icon 2G, Scrambler 2G range, Full throttle 2G, Nightshift 2G। এবং সব শেষে লঞ্চ করবে Street Fighter V4 Lamborghini। 

Ducati কোম্পানির তরফে বিপুল চন্দ্র, Ducati India এর ম্যানেজিং ডিরেক্টর বলেন যে 2022 সালটা তাঁদের জন্য বেশ ভালো গিয়েছে। এবার তাঁদের কোম্পানি প্রথমবার MotoGp এবং সুপারবাইক খেতাব জিতেছে। শুধু তাই নয় 2022 সালে তাঁদের বিক্রি 15% বেড়েছে 21 সালের তুলনায়।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :