Lockdown এবং Post Covid সময়ে, বলা ভাল নিউ নরমালে সমস্ত স্বাভাবিকের সংজ্ঞা বদলে গিয়েছে। আগে নতুন ছবি মানেই মানুষ সেটা লাইন দিয়ে গিয়ে হলে দেখত। এখন OTT এর রমরমা। দর্শকদের একটা বড় অংশ এখন OTT প্ল্যাটফর্মে সিনেমা থেকে ওয়েব সিরিজ সব দেখতে পছন্দ করেন। বাড়ি বসে আয়েস করে দেখা যায়। এক ছাদের তলায় এক সঙ্গে অনেক কনটেন্ট, ইত্যাদি পাওয়া যায়। আর তার জন্য বছরে মাত্র একটা সাবস্ক্রিপশন দিলেই চলে। সঙ্গে থাকে না বিজ্ঞাপনের ঝামেলা, কবে টিভিতে নতুন ছবি দেবে সেটার অপেক্ষা। আসলে এখন টিভিতে মুক্তি পাওয়ার আগেই OTT তে চলে আসে ছবি।
বড়পর্দায় কোনও ছবি মুক্তি পেলে তার পর মাত্র 6-8 সপ্তাহ অপেক্ষা করতে হয়। হ্যাঁ, এর অর্থ সিনেমা হল থেকে OTT এর দূরত্ব কেবল 6-8 সপ্তাহের। আর সেই কারণেই অনেকেই এখন হলমুখো হতে চান না। কারণ জানেন আর তো কিছুদিনের অপেক্ষা তারপরই ছবিটি OTT তে চলে আসবে। ফলে তেমন আকর্ষণীয় ছবি না হলে দর্শকরা অনেকেই হলে যাচ্ছেন না। আর এটার প্রভাব সরাসরি পড়ছে বক্স অফিস কালেকশনে। কোনও ছবি বড় পর্দায় আসার পরই যে প্রশ্ন জাগে আর কতদিনের অপেক্ষা? কবে আসবে ছবিটি OTT প্ল্যাটফর্মে?
তবে এ কথা মানতেই হবে যে বড়পর্দায় সিনেমা দেখার মজা আলাদা। কিন্তু অনেকেই সেটা এখন আর চান না। তাঁরা ওই এক দেড় মাস অপেক্ষা করে বাড়িতেই সিনেমা দেখতে চান। গত শুক্রবার, 18 নভেম্বর মুক্তি পেয়েছে Drishyam 2 ছবিটি। অভিনয়ে দেখা যাচ্ছে অজয় দেবগন (Ajay Devgn), টাবু (Tabu), শ্রিয়া শরণ (Shriya Saran), অক্ষয় খান্না (Akshayee Khanna), সৌরভ শুক্লা (Sourav Shukla), প্রমুখকে। এই ছবির পরিচালনা করেছেন অভিষেক পাঠক (Abhishek Pathak)। ছবি মুক্তির পাওয়ার পরেই অনেকের মনে যে প্রশ্ন ঘুরছে, ছবিটি OTT তে কবে আসবে?
কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী, বড়পর্দায় কোনও ছবি মুক্তি পাওয়ার 6 থেকে 8 সপ্তাহ পর সেটি OTT তে আসবে। তার আগে একদম নয়। তাই যেহেতু এই ছবি Drishyam 2 18 নভেম্বর মুক্তি পেয়েছে, সেহেতু মনে করা হচ্ছে যে ছবিটি জানুয়ারিতেই OTT এর পর্দায় আসবে। ফলে যাঁরা এই ছবি OTT তে দেখতে চান তাঁদের একটু অপেক্ষাই করতে হবে। জানা গিয়েছে ছবিটি Amazon Prime এ মুক্তি পাবে। কিন্তু কবে সেই বিষয়ে এখনও সুস্পষ্ট করে কিছু জানা যায়নি। কিন্তু মনে করা হচ্ছে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতেই এই ছবি OTT প্ল্যাটফর্মে আসবে।