DragGAN AI ফটোশপ টুল নিয়ে সম্প্রতি জোর চর্চা শুরু হয়েছে। এটির সাহায্যে দারুন ভাবে ছবি এডিট করা যায়। এই AI ছবি এডিটিং টুলের যে ক্ষমতা প্রকাশ্যে এসেছে তাতে এটা স্পষ্ট যে এটা আগামী দিনে Adobe Photoshop -কে একাধিক ক্ষেত্রে জোর টক্কর দেবে।
এমনকি সেটাকে সরিয়ে তার জায়গাও নিতে পারে। Adobe সফটওয়্যারে কাজ করা অনেকের পক্ষেই বেশ ঝামেলার। সেখানে দাঁড়িয়ে এই আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ভিত্তিক ছবি এডিটিং টুল এটার জায়গা সহজেই নিয়ে নিয়ে পারে।
ইতিমধ্যেই এটার একটি রিসার্চ পেপার এবং একাধিক ডেমো ভিডিও প্রকাশ্যে এসেছে। Google, MIT, পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়, ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অব ইনফরমেটিক্সের রিসার্চাররা মিলে এটিকে তৈরি করেছেন।
https://twitter.com/AiBreakfast/status/1659601613739409409?ref_src=twsrc%5Etfw
দ্যা ভার্জের তরফে একটি ডেমো ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে এই ফটোশপ টুলের দ্বারা মুখের এক্সপ্রেশন পর্যন্ত বদলে দেওয়া যাচ্ছে। একটা ঘোড়া যা দাঁড়িয়ে রয়েছে সেটাকে দৌড়াচ্ছে এমন ভঙ্গিতে বদলে দেওয়া হচ্ছে। এমনকি ছবিতে থাকা পাহাড় ইত্যাদির সাইজ পর্যন্ত বদলে দেওয়া যাবে এই টুল ব্যবহার করে।
আরও পড়ুন: WhatsApp Edit message: পাঠোনো মেসেজ করা যাবে এডিট, রোলআউট হল ফিচার, কীভাবে কাজ করবেন জানুন
আরেকটি ডেমো ভিডিওতে দেখা গিয়েছে যে কীভাবে একটি সিংহের মুখে এক্সপ্রেশন থেকে বডি মুভমেন্ট বদলে যাচ্ছে।
ডেমোতে দেখা গিয়েছে একজন ব্যবহারকারী স্রেফ টুলটাকে যেখানে বদল করা প্রয়োজন সেখানে নিয়ে যাচ্ছেন এখন কাঙ্ক্ষিত বদল ঘটচছেন। পয়েন্ট টেকনিক ছাড়াও কিছু নির্দিষ্ট বদল করাও সম্ভব এখানে সেগুলো ডেমো ভিডিওতে দেখা যাবে।
যদিও এত কিছু বদল ঘটানোর পর ছবিগুলোতে কিন্তু কোনও আহামরি বদল লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু এই ভিডিও একবার ভাইরাল হওয়ার পর এই সাইটে এত ট্রাফিক আসছে যে সাইটটি বারবার বসে যাচ্ছে। এই AI ভিত্তিক টুলের সব থেকে বড় একটা গুণ হল এটির সাহায্যে ছবির অ্যাঙ্গেল বদলে দেওয়া যাবে তাও পিক্সেলের কোনও বদল না ঘটিয়েই।
আরও পড়ুন: Twitter-এর বড় আপডেট দিলেন Elon Musk! যুক্ত হচ্ছে পিকচার ইন পিকচার মোড সহ এই ফিচারগুলো
এই টুল এখনও সবার জন্য উপলব্ধ হয় i। এই ভিডিওতে কে অল এটার এক ঝলক দেখানো হয়েছে যেখান থেকে এটা স্পষ্ট যে এটা সহজ আর পাঁচটা ছবি এডিটিং সফটওয়্যারের তুলনায়। এখন এটাই দেখার পালা এই কবে সবার জন্য উপলব্ধ হয়।