Ducati -এর নতুন অফ রোডিং বাইক লঞ্চ করে গেল ভারতে। এই কোম্পানির নতুন বাইকের নাম Ducati DesertX। যাঁরা অফ রোডিংয়ে যেতে পছন্দ করেন, হামেশাই বাইক নিয়ে ইতিউতি বেরিয়ে পড়েন তাঁদের জন্য একেবারে আদর্শ এই বাইক। ভারতে এই বাইকের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 17,91,000 টাকা থেকে। গ্রাহকরা এই অফ রোডিং বাইকের সাহায্যে যে কোনও জায়গায় যেতে পারবেন সে পাহাড় হোক বা মরুভূমি, শহরের রাজপথ হোক বা এঁদো গলি, সব জায়গাতেই এই বাইকে করে স্বচ্ছন্দে যাওয়া যাবে।
Ducati DesertX বাইকটি আগামী বছরের জানুয়ারি থেকেই দিল্লি, মুম্বাই, পুনে, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, কোচি, কলকাতা এবং চেন্নাইয়ের যে ডিলারশিপগুলো আছে সেখানে এই বাইক ডেলিভারি দেবে। ফলে সেখান থেকে গ্রাহকরা এই বাইক কিনতে পারবেন।
জানা গিয়েছে এই বাইকের সামনে থাকবে 21 ইঞ্চির একটি ফ্রন্ট হুইলস। ফলে এটার কারণে এই বাইকে মিলবে একটি দুর্দান্ত বোল্ড লুক এবং সঙ্গে অ্যাডভেঞ্চারাস লুক মিলবে। এছাড়া এখানে মিলবে full LED DRL, সঙ্গে থাকবে হেডল্যাম্প যা এই বাইকের উইন্ডশিল্ডের সঙ্গে মার্জ করা হয়েছে। আদতে লোকের দিক থেকে এই বাইকটিকে অনেকটাই 80- এর দশকের Centro Stile Ducati এর মতো দেখতে, সেটারই মডার্ন ভার্সন হল এই বাইক।
গ্রাহক যদি চান যে তিনি এই বাইকের প্যাসেঞ্জার সিট রাখবেন না তাহলে তিনি সেটা খুলে নিতে পারবেন। ফলে আপনি অফ রোডিংয়ে কোথাও গেলে আপনার যদি অতিরিক্ত জায়গার প্রয়োজন হয় তখন সেটা এভাবে বাড়িয়ে নিতে পারবেন। এছাড়া কেউ যদি লং ড্রাইভে যেতে চান এই বাইক তিনি এই বাইকে 8 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক যোগ করতে পারবেন।
এখানে গ্রাহকরা 937 সিসির Ducati Testastretta 11 ডিগ্রির টুইন সিলিন্ডার ইউনিট পাবেন। এছাড়া এখানে ডেসমোড্রমিক ডিস্ট্রিবিউশন পেয়ে যাবেন গ্রাহকরা। এই ইঞ্জিনের সাহায্যে গ্রাহকরা 9,250rpm এ 110hp ক্ষমতা উৎপন্ন করতে পারবেন। সঙ্গে 92 Nm টর্ক উৎপন্ন হবে 6,500 rpm- এ। এই ইঞ্জিনটি এমন ভাবে তৈরি করা হয়েছে গিয়ারবক্সের সঙ্গে। এছাড়া এখানে গ্রাহকরা ডেডিকেটেড রেশিও পেয়ে যাবেন, এর আগে যেমনটা তাঁরা Multistrada V2-তে পেয়েছিলেন।
গ্রাহকরা এই বাইকে 5 ইঞ্চির একটি হাই রেজোলিউশনের কালার TFT ডিসপ্লে পেয়ে যাবেন। এই ডিসপ্লে ভার্টিক্যালি রয়েছে। ফলে কোনও গ্রাহক যদি স্ট্যান্ড আপ রাইডিংয়ের জন্য ডিসেন্ট ভিজিবিলিটি পেতে চান তাহলে এই ডিসপ্লে তাঁর সাহায্য করবে। ডিসপ্লের সাহায্যে গ্রাহকরা এই বাইকের সঙ্গে ফোন কানেক্ট করতে পারবেন। একই সঙ্গে এটার সাহায্যে মিউজিক কন্ট্রোল করতে পারবেন। শুধু তাই নয়, কল ম্যানেজ করা যাবে। একই সঙ্গে এই ডিসপ্লের সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবেন টার্ন বাই টার্ন নেভিগেশনের সুবিধা।