এভাবে জিমেলে গ্রুপ বানানো যায়

Updated on 15-Feb-2018
HIGHLIGHTS

আমরা এই আর্টিকেলে জিমেলে গ্রুপ বানিয়ে গ্রুপে ইউজার্সদের কি করে ইনভাইট করা যায় তা বলছি

যদি আপনি আপনার অফিসিয়াল কাজের জন্য জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে চান তবে জিমেলে গ্রুপ বানানো দরকার। জিমেলে গ্রুপ বানিয়ে আপনি অফিস বা কলেজের কাজ সহজেই করতে পারবেন। জিমেলে গ্রুপ বানানোর জন্য আপনাকে জিমেল গুগল গ্রুপ পেজে সাইন ইন করতে হবে।

এই আর্টিকেলে জিমেলে গ্রুপ বানিয়ে গ্রুপে ইউজার্সদের ইনভাইট করার উপায় বলব। যদি আপনিও এই উপায়টি জানতে চান তবে এই আর্টিকেলটি পড়তে পারেন। এগুলি হল ফ্লিপকার্টের সেরা বিক্রিত স্মার্টফোন

  • গুগল গ্রুপে সাইন ইন করুন, সাইন করার জন্য জন্য support.google.com এ যান।
  • ওপরে বা দিকে ক্রিয়েট গ্রুপের ওপর ক্লিক করুন

  • এবার গ্রুপ সংক্রান্ত সব তথ্য দিয়ে গ্রুপ টেস্টিং এর জন্য বাছুন আর ক্রিয়েট অপশানে ক্লিক করুন।

  • এবার আপনি এই উইন্ডোটি দেখতে পাবেন। আর এখানে ইনভাইট পিপল অপশানে ক্লিক করে গ্রুপ মেম্বারদের অ্যাড করুন।

  • এখানে যে ইউজার্সদের ইনভাইট করতে চান তাদের ইমেল অ্যাড্রেস লিখুন আর সেন্ড ইভাইটে ক্লিক করুন।

Connect On :