Xiaomi Pad 6 গত 18 এপ্রিল লঞ্চ করেছে। এর মাত্র দুদিনের মধ্যে লঞ্চ করল Vivo Pad 2। দুটো ট্যাবলেটেই আছে 144 Hz রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে সহ অ্যান্ড্রয়েড 13, কোয়াড স্পিকার, ইত্যাদি। কিন্তু দুইয়ের তুলনায় সেরা কে?
1. Xiaomi Pad 6 Vivo Pad 2 -এর তুলনায় পাতলা এবং হালকা। দুটো ট্যাবলেটে আছে গ্লাস ফ্রন্ট এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম সহ রিয়ার প্যানেল।
2. Xiaomi -এর ট্যাবলেটের ডিসপ্লেটা Vivo -এর ট্যাবলেটের তুলনায় ছোট হলেও এখানে পিক্সেলের ঘনত্ব বেশি। এখানে Dolby Vision -এর সুবিধা আছে। সঙ্গে HDR 10 -এর সুবিধাও পাবেন।
3. Xiaomi Pad 6 -এ আছে গোরিলা গ্লাস 3 এর নিরাপত্তা, যদিও Vivo -এর তরফে জানানো হয়নি এমন কোনও সুবিধা Vivo Pad 2 -তে আছে কিনা। তবে দুটো ট্যাবলেটে স্টাইলাস আছে যা ম্যাগনেটিক পদ্ধতিতে এটার সঙ্গে অ্যাটাচ করা যাবে।
4. Xiaomi Pad 6 পরিচালিত হয় Snapdragon 870 প্রসেসরের সাহায্যে। অন্যদিকে Vivo Pad 2 চলে MediaTek Dimensity 9000 প্রসেসরের সাহায্যে।
5. Xiaomi Pad 6 -এ আছে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ থেকে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল। Vivo -এর ট্যাবলেটে আছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ থেকে 12 GB এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল।
6. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যেই চলে এই দুই ট্যাবলেট।
7. Xiaomi Pad 6 -এর প্রাইমারি ক্যামেরায় আছে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। আর Vivo Pad 2 -তে আছে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। এই ট্যাবলেটের ফ্রন্ট ক্যামেরাতে আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর।
8. Xiaomi Pad 6 -এ আছে 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 8840 mAh ব্যাটারি। আর Vivo Pad 2 -তে আছে 44W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 10000 mAh ব্যাটারি।
চিনে Xiaomi Pad 6 -এর দাম শুরু হচ্ছে 1,899 CNY বা ভারতীয় মূল্যে 22,000 টাকা থেকে। আর Vivo Pad 2 -এর দাম শুরু হচ্ছে 2,499 CNY বা 29,800 টাকা দিয়ে।