Oppo -এর তরফে একটি নতুন ট্যাব লঞ্চ করা হয়েছে। এই ট্যাবটির নাম Oppo Pad 2। এটিকে দেখতে অনেকটা OnePlus Pad -এর মতো। এই ট্যাবলেটের রিয়ার প্যানেলের মাঝখানে একটি গোলাকার ক্যামেরা মডিউল আছে। সঙ্গে থাকবে অ্যালুমিনিয়াম ফ্রেম। এই ফোনটিকে বাজারে কড়া টক্কর দিতে পারে গত বছর লঞ্চ হওয়া Xiaomi Pad 5। এবার এই দুটির তুলনা দেখে নিন।
Oppo Pad 2 ট্যাবটিকে যেমনটা বলা হল অনেকটাই OnePlus প্যাডের মতো দেখতে। এছাড়া এখানে ম্যাগনেটিক পিন আছে যাতে সহজেই এটিকে কিবোর্ডের সঙ্গে অ্যাটাচ করে রাখা যায়। গ্রাহকরা এটিকে দুটো রঙে কিনতে পারবেন, গ্রে এবং গোল্ড। অন্যদিকে Xiaomi Pad 5 -এ গ্রাহকরা ফ্ল্যাট অ্যালুমিনিয়াম ফ্রেম পাবেন সঙ্গে পাতলা বেজেল। এই ট্যাবলেটের রিয়ার প্যানেল প্লাস্টিকের তৈরি। এখানে স্লিক ডিজাইন আছে। এটির ওজন 511 গ্রাম মাত্র। ভারতে এটি মাত্র একটি রঙেই উপলব্ধ এই ট্যাবটি। এটি গ্রে রঙে কেনা যায়।
Oppo Pad 2 -তে আছে 11.6 ইঞ্চির একটি LCD ডিসপ্লে আছে সঙ্গে মিলবে 7:5 অ্যাসপেক্ট রেশিও। এখানে 2800X2000 পিক্সেলের রেজোলিউশন আছে। Dolby Vision, 144 Hz রিফ্রেশ রেট আছে এই ট্যাবে। অন্যদিকে Xiaomi Pad 5 ট্যাবে আছে 11 ইঞ্চির একটি LCD ডিসপ্লে যেখানে মিলবে 1600X2560 পিক্সেলের রেজোলিউশন। এখানে আছে 10 বিট কালার, HDR 10+ সাপোর্ট সহ Dolby Vision এবং 120 Hz রিফ্রেশ রেট।
Oppo Pad 2 ট্যাবে আছে MediaTek Dimensity 9000 প্রসেসর। এখানে আছে 12 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড্রয়েড 13 এর সাহায্যে চলে এই ট্যাব। অন্যদিকে Xiaomi Pad 5 ট্যাবে আছে Qualcomm Snapdragon 860 প্রসেসর। এখানে আছে 6 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড্রয়েড 11 -এর সাহায্যে চলে এটি। কিন্তু অ্যান্ড্রয়েড 13 পর্যন্ত আপগ্রেড করা যাবে এটির সফটওয়্যারকে। এই ট্যাবে আছে 33W ফাস্ট চার্জিং- এর সুবিধা সহ 8720 mAh ব্যাটারি। অন্যদিকে Oppo Pad 2- তে আছে 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 9510 mAh ব্যাটারি।
দুটো ট্যাবেই আছে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। Oppo Pad 2 -তে আছে একটি LED ফ্ল্যাশ। অন্যদিকে Xiaomi Pad 5 -এ আছে ডুয়াল LED ফ্ল্যাশ।
চিনে Oppo Pad 2 লঞ্চ করেছে 2,999 yuan -এ। যা ভারতীয় মূল্যে প্রায় 36,000 টাকা। অন্যদিকে Xioami Pad 5 -এর দাম ভারতে শুরু হচ্ছে 26,999 টাকা থেকে।