গেরস্তের মুশকিল আসান ChatGPT! বাজেট অনুযায়ী করবে মাসকাবারি বাজার! বাৎলে দেবে রেসিপিও

গেরস্তের মুশকিল আসান ChatGPT! বাজেট অনুযায়ী করবে মাসকাবারি বাজার! বাৎলে দেবে রেসিপিও
HIGHLIGHTS

ChatGPT-এর উপকারিতা দিন দিন যেন আরও প্রকট হচ্ছে

এবার জানা গেল ChatGPT নাকি গৃহস্থের নানা কাজে তাঁদের সাহায্যে করবে সে বাজারের ফর্দ বানানো হোক বা অন্য কিছু

বলে দেবে প্রয়োজনীয় রেসিপিও

অফিস থেকে বিজ্ঞান সাধনা কিংবা অন্য কিছু সর্বত্রই এখন ChatGPT ব্যবহার করা হচ্ছে। এই ChatGPT তার দক্ষতা দিয়ে ধীরে ধীরে মন জিতে নিচ্ছে সবার। বিভিন্ন আইটি কোম্পানিতে ইতিমধ্যেই এটির ব্যবহার শুরু হয়ে গিয়েছে। তবে এতদিন একটা ধারণা ছিল এই প্রযুক্তি বুঝি কেবল কাজ, অফিস, ইত্যাদির জন্য ব্যবহার করা হবে। অন্যান্য কাজে নয়। সাধারণ মানুষের নিত্য দিনের কাজে বোধহয় এর বিশেষ প্রয়োজন নেই এতদিন এটাই মনে করা হতো। কিন্তু সেটা যে ঠিক নয় এবার সেটা প্রমাণ করে দিল ChatGPT। 

এই প্রযুক্তি আপনাকে আপনার মাসকাবারি বাজার করতে সাহায্য করবে তাও আপনার বাজেট বুঝে। সম্প্রতি এমনটাই এক নেট নাগরিক জানিয়েছেন। এক ব্যক্তি তাঁর টুইটার প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে জানান এই ChatGPT তাঁর কী দরকার সেটা মাথায় রেখে, তিনি কী কী জিনিস চান, তাঁর রুচি কেমন, বাজেট কী সব দিক বিবেচনা করে মাসকাবারি বাজার করতে সাহায্য করেছে। তবে এটার জন্য তিনি একটি। জিনিসের সাহায্য নিয়েছেন। প্লাগইন এর হেল্প নিয়েছেন তিনি। 

এই প্লাগইন কী? আমেরিকার একটি টেকনোলজি ফার্ম AI -এর উপর বেস করে এটাকে বানিয়েছেন। সেই ব্যক্তি জানিয়েছেন তাঁর একাধিক খাবার খাওয়া বারণ আছে। সেসব কথাও মাথায় রেখে সকাল, দুপুর রাতে কী খাওয়া উচিত সেই অনুযায়ী মুদির দোকানে জিনিস পত্র অর্ডার দিয়েছে ChatGPT। 

Chatgpt will help common people with grocery list

অনেকেই বিষয়টিতে মজা পেয়েছেন। আর হবে নাই বা কেন, প্রতিমাসে মনে করে করে সব ফর্দ বানিয়ে জিনিস কেনা মুখের কথা নাকি। এবার তাহলে এই প্রযুক্তির সাহায্যে এই বড় কাজ থেকে মুক্তি মিলবে ভেবেই অনেকেই আনন্দিত বোধ করছেন। নানা ব্যক্তি নানা মতামত জানিয়েছেন। একজন লেখেন যে তাহলে আর বাজার করার ঝামেলা পোহাতে হবে না। আরেকজন লেখেন এবার কখন কী খাব সেটা ভেবে আর হয়রান হতে হবে না।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo