Chandrayaan 3 -এর ঝুলিতে এল আরও একটি সাফল্য। সফল ভাবে শনিবার, মানে 5 অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করল এই মহাকাশ যান। ভারতের এই তৃতীয় মানববিহীন চন্দ্র অভিযানের এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল। আর চাঁদের কক্ষপথে ঢুকেই সেখানকার ছবি তুলে পাঠাল চন্দ্রযান 3।
ISRO বা Indian Space Research Organisation সম্প্রতি সেই ছবি তাদের Twitter হ্যান্ডেলে পোস্ট করল। এই ছবিগুলোতে চাঁদের কক্ষপথ থেকে চাঁদকে কেমন দেখতে লাগে সেটা ধরা পড়েছে।
https://twitter.com/isro/status/1688248504458846208?ref_src=twsrc%5Etfw
চন্দ্রযান 3 মিশনের অফিসিয়াল টুইটার পেজ থেকে টুইট করে এদিন লেখা হয়, চন্দ্রযান 3 মহাকাশ যান চাঁদের কক্ষপথে ঢোকার পর সেখান থেকে চাঁদকে যেভাবে দেখছে। তারা এদিন আরও জানান যে 5 অগাস্ট চন্দ্রযান 3 -এর লুনার অরবিট ইন্সার্টেশন বা LOI সফল ভাবে করা গিয়েছে।
এখনও পর্যন্ত এই চন্দ্রযান 3 -এর সফর একদম ঠিকঠাক হচ্ছে পরিকল্পনা মতো। ISRO তাই আপাতত আশাবাদী যে বিক্রম ল্যান্ডার সঠিক ভাবেই চাঁদের মাটিতে নেমে পড়তে পারবে। আগামী 23 অগাস্ট এটি ল্যান্ড করবে।
https://twitter.com/chandrayaan_3/status/1688215948531015681?ref_src=twsrc%5Etfw
22 দিনের সফরে পর চাঁদের কক্ষপথে সফল পাবে ঢুকতে পেরেছে চন্দ্রযান 3। 41 দিনের মাথায় এটি চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করবে। ভারত প্রথম দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করার পদক্ষেপ নিয়েছে।
চন্দ্রযান 3 চাঁদের থেকে দূরত্ব রিফ্লেক্ট করে জানিয়েছে যে সে চাঁদের আকর্ষণ এবার অনুভব করতে পারছে। আপাতত সেটা তার লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে চলেছে।
গত 14 জুলাই দুপুর 2.35 নাগাদ ভারত থেকে চন্দ্রযান 3 তার সফর শুরু করেছে। এই উদ্যোগের জন্য 615 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এই মিশনের প্রাথমিক লক্ষ্য একটাই, চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে ল্যান্ড করা।
ল্যান্ড করার পর তার মূল কাজ হল সেখানকার মাটিতে গবেষণা চালানো। ল্যান্ডিং -এর পর 14 ধরে এটি সেখানকার মাটির তথ্য পাঠাবে বলে জানা গিয়েছে।