জুলাই মাসে চন্দ্রযান 2 লঞ্চ হবে, NASA র একটি জিনিসও থাকবে এতে

Updated on 16-May-2019
HIGHLIGHTS

9 থেকে 16 জুলাইয়ের মধ্যে লঞ্চ করা হবে

2019 সালের সেপ্টেম্বরের মধ্যে চাঁদে পৌঁছাবে

চন্দ্রযান 2 9 থেকে 16 জুলাইয়ের মধ্যে লঞ্চ করা হবে। ভারতের মহাকাশ রিসার্চ অর্গানাইজেশান (ISRO) দাবি করেছে যে এটি রোবার 6 সেপ্টেম্বরের মধ্যে চাঁদে পৌঁছে যাবে।

ISRO বুধবার জানিয়েছে যে চন্দ্রযান 2 অভিজানে মোট 13টি পোলেড থাকবে আর আমেরিকার মহাকাশ এজেন্সি NAS র ও একটি জিনিস থাকবে। রা এর সঙ্গে এও বলা হয়েছে যে 13 টি ভারতীয় পোলেড( অপ্টিক্সে 8টি, ল্যান্ডারে 3টি রোভার আর 2তি নাসার একটি প্যাসিভ এক্সপিরিমেন্ট থাকবে)। আর বলা হচ্ছে যে NASA  চাঁদ থেকে পৃথিবীর দুরত্ব মাপবে।

ল্যান্ডারের নাম Vikram দেওয়া হয়েছে আর রোভার Pragyan নাম দেওয়া হয়েছে। রোভার প্রজ্ঞান ল্যান্ডার বিরক রাখা হয়েছে।

চন্দ্রযান 2 য়ে তিনটি মডিউল, ল্যান্ডার আর রোভার আছে। চন্দ্রযান 2 এর আগের চন্দ্রযান 1 য়ের মিশান আরও উন্নত করা হবে। চন্দ্রযান 1 য়ের অভিযান প্রায় 10 বছর আগে করা হয়েছিল। আর এবার 9-16 জুলাইয়ের মধ্যে এই লঞ্চ করা হবে আর এটি 2019 সালের 6 সেপ্টম্বরের মধ্যে চাঁদে পৌঁছে যাবে।

চদ্রযান 2 অর্বিট চাঁদ থেকে 100 কিলোমিটার ওপরে যাবে আর ল্যান্ডার আর রোভার থেকে পাওয়া খবর একে সেন্টারে পাঠাবে।  

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :