পাসপোর্ট বানানো এখন আরও সহজ। ভেরিফিকেশন পদ্ধতি এখন সহজেই হয়ে যাবে। আর এই গোটা পদ্ধতিকে সহজ করে তুলতে একটি নতুন অ্যাপ এনেছে বিদেশ মন্ত্রক। এতদিন পর্যন্ত পাসপোর্ট ভেরিফিকেশন এর যে পদ্ধতি ছিল যেটা যথেষ্ট জটিল ছিল। নানা ঝামেলা পোহাতে হতো, সঙ্গে পুলিশি হুজ্জুতি, বারবার থানায় যাওয়া, পুলিশের আসা, ইত্যাদি লেগেই থাকত। লাগত বহু সময়ও। এবার এই জটিল প্রক্রিয়াটিকে সহজ করে তুলতে চাইছে কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক। আর তার জন্য সরকারের তরফে mPassport পুলিশ অ্যাপ আনছে সরকার। তৈরি হয়েছে এই অ্যাপটি।
এই অ্যাপের সাহায্যে পাসপোর্ট এখন আরও দ্রুত এবং সহজ হবে। এই সরকারি ডিজিটাল সার্ভিস ভারতীয় নাগরিকদের জীবন এখন আরও সহজ হয়ে যাবে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নতুন অ্যাপ লঞ্চ করেছেন। তারপর তিনি এমনই কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে 15 দিন পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না পুলিশি ভেরিফিকেশনের জন্য। তিনি অবশ্য এই কথাটা কেউ দিল্লিতে বসে পাসপোর্টের জন্য আবেদন করলে তাঁদের জন্য বলেছেন।
এবার আপনার নিশ্চয় ভাবনা এসেছে যে এই অ্যাপ কারা ব্যবহার করতে পারবেন? তাহলে বলি এটি সাধারণ নাগরিকদের জন্য আনা হয়নি। বরং এটিকে পুলিশ স্টেশন ইউজারদের জন্য আনা হয়েছে। অর্থাৎ পিএসপি পুলিশ অ্যাপের অ্যাকসেস আছে যাঁদের কাছে তাঁরাই কেবল মাত্র এই নতুন অ্যাপটি ব্যবহার করতে পারবেন। আর এই গোটা প্রক্রিয়ার জন্য ট্যাবলেট দেওয়া হবে পুলিশকে। এমনটাই জানিয়েছে বিদেশ মন্ত্রক। ফলে এই অ্যাপ এবং ট্যাবলেটের তরফে গোটা পুলিশি ভেরিফিকেশন পদ্ধতিটা অনলাইনে করা যাবে। আর এই প্রক্রিয়ার জন্য এবার কমে যাবে অপেক্ষার মেয়াদ। দ্রুত হাতে আসবে পাসপোর্ট।
জানা গিয়েছে দিল্লি পুলিশকে 350টির বেশি ট্যাবলেট দেওয়া হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক। দিল্লি পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চ আছে সেখানে তাদের আধিকারিকদের এই ট্যাবলেট দেওয়া হয়েছে। এখন আর এই প্রক্রিয়ার জন্য আর কোনও পেপারওয়ার্ক হবে না। গোটাটাই হবে পেপারলেস। আসলে বহুদিন আগেই নরেন্দ্র মোদী তাঁর ডিজিটাল ভারতের স্বপ্নের কথা জানিয়েছেন। এবার তিনি পেপারলেস ইন্ডিয়ার দিকে এগোচ্ছেন। পর পর কয়েক বছর পেপারলেস বাজেট পেশ করা হল। UPI লেনদেনের মাধ্যমে ক্যাশলেস দুনিয়ার দিকেও এগিয়েছে ভারতে। এবার এই পেপারলেস ভাবনাটিকে আরও শক্তপোক্ত করতে পাসপোর্ট ভেরিফিকেশনকে ডিজিটাল মাধ্যমে করতে চলেছে সরকার। এতে স্বচ্ছতা বজায় রাখার সঙ্গে, দ্রুত কাজ করা যাবে।
আগে যেখানে পাসপোর্ট ভেরিফিকেশনে 15 দিন সময় লাগত কম করে, এখন সেখানে মাত্র 5 দিনেই কাজ হাসিল হবে। এছাড়া পাসপোর্টের জন্য আবেদনকারীরা তাঁদের এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য পাসপোর্ট সেবা কেন্দ্র বা পোস্ট থেকে আবেদন করতে পারবেন। এমনটাই জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। তবে একই সঙ্গে সরকারের তরফে জানানো হয়েছে পাসপোর্টের জন্য আবেদন করার একমাত্র সঠিক ওয়েবসাইট হল www.passportindia.gov.in। আপনি দেশের যেখানে খুশি বসে এই সাইটের মাধ্যমে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। অন্য সাইটের সাহায্য নেবেন না। বিপদ হতে পারে। সরকার মনোনীত একমাত্র সাইট হল এটিই। তাই কোনও বিপদ এড়াতে সরকারের তরফে এই সাইট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।