কাল থেকে শুরু হল আধার দ্বারা ক্যাশলেস কেনাকাটা

কাল থেকে শুরু হল আধার দ্বারা ক্যাশলেস কেনাকাটা
HIGHLIGHTS

ক্যাশলেস কেনাকাটার জন্য প্রয়োজন হবে না এমনকি মোবাইল ওয়ালেটও, কেবলমাত্র ''আধার পেমেন্ট অ্যাপ"-এর মাধ্যমেই হবে এবার কেনাকাটা।

ডেবিট বা ক্রেডিট কার্ড আর লাগবে না, ক্যাশলেস কেনাকাটার জন্য প্রয়োজন হবে না এমনকি মোবাইল ওয়ালেটও, কেবলমাত্র ''আধার পেমেন্ট অ্যাপ"-এর মাধ্যমেই হবে এবার কেনাকাটা। আর সেই অ্যাপ লঞ্চ করা হয়েছে গতকাল অর্থাত্ বড়দিনে।

আরও দেখুন : অপেক্ষার পালা শেষ: বাজারে প্রস্তুত হয়েছে গ্যালাক্সি S7 এজ এর পিঙ্ক গোল্ড রং ভেরিয়েন্ট

মনে করা হচ্ছে এই অ্যাপটি বাজারে চালু হলে মাস্টারকার্ড বা ভিসাকার্ডের মতো সংস্থাগুলির ব্যবসা চোট খেতে পারে। অ্যান্ড্রয়েড ফোনে খুব সহজেই ডাইনলোড করা যাবে এই অ্যাপলিকেশনটি। এই ব্যবস্থায় মোবাইল অ্যাপটির সঙ্গে 'বায়োমেট্রিক রিডার' মেশিন (যার দাম আনুমানিক দুই হাজার টাকা) সংযুক্ত থাকবে।

ওই অ্যাপে ক্রেতার আধার নম্বর টাইপ করতে হবে, আর তারপর কোন ব্যাঙ্ক থেকে ক্রেতা দাম মেটাবেন সেটি উল্লেখ করতে হবে। এরপরে 'বায়োমেট্রিক স্ক্যান' গোটা লেনদেনের (ট্রানজাক্সান) পাসওয়ার্ড হিসাবে কাজ করবে। আর তার মাধ্যমেই সম্পন্ন হবে বিনা নগদে লেনদেন।

আরও দেখুন : সাওমি’র নতুন স্মার্টফোন রেডমি নোট 4 দুটি নতুন রঙ্গে লঞ্চ

আরও দেখুন : আগামী বছর বাজারে আসতে চলেছে অ্যাপেলের OLED iPhone 8

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo