গাড়ি কিনতে চান? কী বললেন বাজেট 12 লাখ? দেখুন সেরা গাড়ির তালিকা

গাড়ি কিনতে চান? কী বললেন বাজেট 12 লাখ? দেখুন সেরা গাড়ির তালিকা
HIGHLIGHTS

ভারতের বাজারে এখন পেট্রোল- ডিজেল চালিত গাড়ির সঙ্গে ইলেকট্রিক গাড়ির চাহিদা বেড়েছে এবং বাজার ভাল যাচ্ছে

আপনার যদি নতুন গাড়ি কেনার হয় তাও 12 লাখ টাকায় তাহলে একাধিক অপশন পাবেন এখন দেশীয় বাজারে

তালিকায় থাকতে পারে Hyundai Creta, Skoda Kushaq, ইত্যাদি

ভারতের গাড়ির বাজার এখন বেশ ভাল যাচ্ছে। অনেকেই এখন নতুন গাড়ি কিনছেন। আপনিও যদি এই সময় নতুন গাড়ি কেনার কথা ভেবে থাকেন, তাহলে অবশ্যই সেই পথে এগোন। ভারতের বাজারে এখন একাধিক কোম্পানির গাড়ি মিলছে যেখানে দারুন মাইলেজ সহ ব্যাপক পারফরমেন্স সব মিলবে। আপনি যদি 12 লাখ টাকার মধ্যে গাড়ি কিনতে চান তাহলে দেখে নিন কিছু সেরা গাড়ির তালিকা যেখানে আপনি দুর্দান্ত পারফরমেন্স পাবেন। 

12 লাখ টাকার মধ্যে সেরা গাড়ির তালিকা

Maruti Suzuki Grand Vitara

এই গাড়িটির দুটি ভ্যারিয়েন্ট আছে, একটি ভ্যারিয়েন্ট হল যেখানে 1.5 লিটার K15C পেট্রোল ইঞ্জিন এবং হালকা হাইব্রিড সিস্টেম থাকবে এবং এটি 120 bhp তৈরি করতে সক্ষম, 137nm টর্ক এবং 137 পাওয়ার তৈরি করতে সক্ষম এই ইঞ্জিন। সঙ্গে রয়েছে 5স্পিড ম্যানুয়াল এবং 6 স্পিড টর্ক কনভার্টার ইউনিটের সঙ্গে যুক্ত। এই ইউনিট অটোমেটিক ইউনিট একটি। তবে একমাত্র ম্যানুয়াল ভ্যারিয়েন্ট এর সঙ্গে AWD সিস্টেম দেওয়া হয়। আরেকটি ভ্যারিয়েন্ট হল 1.5 লিটার TNGA পেট্রোল ইঞ্জিন এবং শক্তিশালী হাইব্রিড সিস্টেম থাকবে। তবে  এই ইঞ্জিন যা ইন্টিলিজেন্ট ইলেকট্রিক হাইব্রিড সিস্টেম নামে পরিচিত সেখানে 91 bhp ক্ষমতা এবং 122nm টর্ক, ও 114 bhp এবং 141 nm টর্ক তৈরি করতে হতে পারে। গ্রাহকরা এই গাড়ির ডেল্টা এবং সিগমা ভ্যারিয়েন্ট দুটি 12 লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন।

Hyundai Creta

এই গাড়িতে গ্রাহকরা পেয়ে যাবেন তিনটি ইঞ্জিনের ভ্যারিয়েন্ট। এই তিনটি ইঞ্জিনের মধ্যে একটি হল 1.5 লিটার MP। 6300rpm এ 113 bhp ক্ষমতা উৎপন্ন করতে সক্ষম এই গাড়ির পেট্রোল ইঞ্জিন। অন্যদিকে 4500 rpm এ 143.8 bhp সর্বোচ্চ টর্ক তৈরি করতে পারে। গ্রাহকরা 6 স্পিড ম্যানুয়াল এবং IVT অটোমেটিক ট্রান্সমিশন পাবেন এই ইঞ্জিনে। 1.5 লিটার U2 CRDi ডিজেল ইঞ্জিন পাওয়া যাবে। এই ইঞ্জিন 4000rpm এ 113bhp ক্ষমতা উৎপাদন করতে পারে। অন্যদিকে 250nm টর্ক তৈরি হতে পারে 1500 থেকে 2750 rpm এ। এতে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং 6 স্পিড অটোমেটিক বিকল্প মিলবে। 1.4 লিটারের আরও একটি কাপা টার্বো জিডিআই পেট্রোল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন 138 bhp ক্ষমতা তৈরি করতে পারে। এই গাড়ির যে প্রাইমারি তিনটি ভ্যারিয়েন্ট আছে সেগুলো সব কটাই 12 লাখ টাকার মধ্যে পাবেন গ্রাহকরা এখানে তিনটি ড্রাইভ মোড উপলব্ধ রয়েছে, যেগুলো হল ইকো, স্পোর্ট, এবং কমফোর্ট। 

Mahindra Scorpio Classic

এই গাড়িতে 4টি সিলিন্ডার এবং একটি 2.2 লিটারের ডিজেল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি mHawk ডিজেল ইঞ্জিন। গাড়িটি কিছুদিন আগেই লঞ্চ করেছে। এই গাড়ি সর্বোচ্চ 130bhp ক্ষমতা এবং 300nm টর্ক উৎপাদন করতে পারে। এখানে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন মিলবে। 11.99 লাখ টাকা হচ্ছে এই গাড়ির S ভ্যারিয়েন্টটির দাম। 

Cars in India under 12 lakh

All New Honda City

এই গাড়িতে দুটি ক্ষমতার বিকল্প রয়েছে। এই গাড়ির একটি বিকল্পতে আছে 1.5 লিটারের ইনলাইন 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিন সর্বোচ্চ 119 bhp এবং 114 nm টর্ক তৈরি করতে পারে। অন্যদিকে আরেকটি বিকল্পে রয়েছে 1.5 লিটারের 4 সিলিন্ডারের ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিন 98 bhp এবং 200nm টর্ক তৈরি করতে সক্ষম। এই গাড়িতে গ্রাহকরা পাবেন 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। 11.60 লাখ টাকা থেকে এই গাড়ির দাম শুরু হচ্ছে। 

Skoda Kushaq

এতে রয়েছে 3 সিলিন্ডার TSI ইঞ্জিন যার ধারণ ক্ষমতা 1.0 লিটারের। এই ইঞ্জিন 113bhp ক্ষমতা এবং 178 nm টর্ক উৎপাদন করতে পারে। এছাড়া আরও একটি 1.5 লিটারের 4 সিলিন্ডার যুক্ত TSI পেট্রোল ইঞ্জিন রয়েছে যা 148 bhp এবং 250nm টর্ক উৎপাদন করতে সক্ষম। এখানে একটা 6 স্পিড ম্যানুয়াল এবং একটি 7 স্পিড অটোমেটিক অটোমেটিক ইউনিট রয়েছে। 11.58 লাখ টাকা থেকে এই গাড়ির দাম শুরু হচ্ছে।

Digit.in
Logo
Digit.in
Logo