ভারতে পুজোর আগেই এল ক্যাননের EOS R ফুল ফ্রমের মিরারলেস ক্যামেরা

ভারতে পুজোর আগেই এল ক্যাননের EOS R ফুল ফ্রমের মিরারলেস ক্যামেরা
HIGHLIGHTS

ক্যানন এর সঙ্গে কিছু নতুন লেন্স আর মাউন্ট অ্যালংসাইডের বিষয়েও ঘোষনা করেছে

ক্যানন ভারতে তাদের নতুন EOS R ক্যামেরা সিস্টেম লঞ্চ করেছে, যার বডির দাম 1,89,950 টাকা আর এর সঙ্গে যদি RF 24-105f/4L IS USM লেন্সের সঙ্গে এই ক্যামেরাটি কিনলে দাম পরবে 2,787,945 টাকা। নতুন 35mm য়ের ফুল ফ্রেম CMOS সেন্সার মিরারলেস ক্যামেরা ইলেক্ট্রনিক ভিউফাইন্ডার যুক্ত, আর এটি কোম্পানির তরফে তাদের কোন ক্যামেরাতে প্রথম দেওয়া হয়েছে। এটি ডুয়াল CMOS অটো ফোকাস আর ডিজি 8 ইমেজ প্রসেসার যুক্ত। আর এর সঙ্গে এতে একটি 30MP সেন্সার রেজিলিউশানের আছে যার ISO 100-40000পর্যন্ত, আর এটি50-1-24—পর্যন্ত এক্সপেন্ড করা যায়। এর সঙ্গে ক্যানন নতুন RF লেন্স, দুটি সুপার টেলিফটো EF লেন্স আর একটি EF-M লেন্সও লঞ্চ করেছে।

সহজ নেগিভেশান আর রিভিউয়ের জন্যে Canono EOS R 3.2ইঞ্চির ফুল আর্টিকাল্টেড TFT LCD ডিসপ্লের সঙ্গে এসেছে। আর এই ডিভাইসটি কন্ট্রাস্ট আর ফেস ডিটেক্টেড অটোফোকাস, মাল্টি এরা, সেন্টার সিলেক্টিভ সিঙ্গেল পয়েন্ট, ট্র্যাকিং, সিঙ্গেল কন্টিনিউয়েন্স, টাচ, ফেস ডিটেকশান আর লাইভ ভিউ যুক্ত। এটি লাইভ ভিউ সাপোর্ট করে আর তাই আপনি ভিউ ফাইন্ডারে তাই দেখতে পাবেন যা লেন্স দেখছে, এটি একটি ইলেক্ট্রনিক টাইপ। আর এটি ব্রাস্ট মোড দেয়যা 8fps স্পিড দেয় আর এটি 4K ভিডিও রেকর্ড করতে পারে। এটি ডুয়াল সেন্সিং IS জক্ত আর যা স্টেবেল ইমেজ দিতে পারে। এই ক্যামেরাটি ওয়াইফাই, ব্লুটুথ মোড কানেক্টিভিটি আর স্মার্টফোন থেকে ডিরেক্ট ইমেজ ট্রান্সফার করতে পারে।

আর এর সঙ্গে আমরা নতুন লেন্সের বিষয়ে দেখে নি এতে অনেক কিছু আছে এগুলি হল

  1. RF24-105mm f/4L IS USM: Costs Rs 88,995 অক্টোবড়ের মাঝামাঝি থেকে পাওয়া যাবে।
  2. RF50mm f/1.2L USM: Costs Rs 1,85,995 অক্টোবড়ের মাঝামাঝি থেকে পাওয়া যাবে।
  3. RF28-70mm f/2L USM: Costs Rs 2,42,995 ডিসেম্বর থেকে বিক্রি হবে।
  4. RF35mm f/1.8 MACRO IS STM: Costs Rs 40,995 ডিসেম্বর থেকে পাওয়া যাবে।
  5. EF-M32mm f/1.4 STM: Costs Rs 34,995 অক্টোবড়ের মাঝামাঝি পাওয়া যাবে।
  6. EF400mm f/2.8L IS III USM: Costs Rs 9,69,995 এটিও অক্টোবড়ের মাঝামাঝি থেকে পাওয়া যাবে।
  7. EF600mm f/4L IS III USM: Costs Rs 10,50,এটিও আপনারা অক্টোবড়ের মাঝামাঝি থেকে পাবেন।

আর এই নতুন RF লেন্সের সঙ্গে এটি তাদের EF লেন্স যা EOS R ক্যামেরাতে সাপোর্ট করতে পারে। আর এটি নতুন RF মাউন্ট অ্যাডপ্টার যুক্ত। এতে 54mm ডিমাটেয়ার RF মাউন্ট সাপোর্ট আছে আর এটি 20mm আর 12 পিন কনট্যাক্ট পয়েন্ট আর ডাটা ট্রান্সফার করতে পারে। এগুলি হল-

  1. Mount Adapter EF-EOS R: Costs Rs 7,995 অক্টোবড়ের মাঝামাঝি পাওয়া যাবে।
  2. The Control Ring Mount Adapter EF-EOS R: Costs Rs 15,995, এটিও অক্টোবড়ের মাঝামাঝি পাওয়া যাবে।   
  3. The Drop-in Filter Mount Adapter EF-EOS R with ND Filter: Costs Rs 31,995 এটি সামনের বছর পাওয়া যাবে।
  4. The Drop-in Filter Mount Adapter EF-EOS R with PL Filter: Costs Rs 23,995, এটি সামনের বছর কেনা যাবে।
Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo