খুব তাড়াতাড়ি স্মার্টফোনে এই অ্যাপটি ডাউনলোড করে আপনার ভোটার আইডি কার্ড বানানো যাবে
By
Aparajita Maitra |
Updated on 20-Feb-2018
HIGHLIGHTS
ভারতের ইলেকশান কমিশান খুব তাড়াতাড়ি একটি নতুন অ্যাপ লঞ্চ করবে যার মাধ্যমে ভারতীয়রা নিজেদের ভোটার আইডি কার্ড বানাতে বা কার্ডের কোন ডকুমেন্ট রিলেটেড কাজ করতে পারবেন
ডিজিটাল ভারত তৈরির উদ্দেশ্যে এবার ভারতের ইলেকশান কমিশান একটি নতুন অ্যাপ লঞ্চ করতে চলেছে, যার মাধ্যমে একটি নতুন ভোটার আইডি কার্ড বানানো সম্ভব হবে। এই অ্যাপটির মাধ্যমে শুধু নতুন ভোটার আইডি কার্ডই নয় বরং পুরোন কার্ডে পরিবর্তনও করা যাবে। এসে গেল আজকের ফ্লিপকার্টের সেরা কিছু স্মার্টফোন
এই মুহূর্তে ভারতীয় ইলেকশান কমিশান এই অ্যাপটি বানাচ্ছে। এই অ্যাপটির নাম 'ERONET (Electoral Rolls Services NeT)' রাখা হবে।
এই অ্যাপটি লঞ্চ হওয়ার পরেই ভারতীয় জনগন বাড়িতে বসেই নিজেদের স্মার্টফোন থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিজের ভোটার আইডি কার্ড বানাতে পারবেন।
পাওয়া খবর অনুসারে, আপাতত দেশের 22টি রাজ্যে এই অ্যাপটি লঞ্চ করার চেষ্টা করা হচ্ছে। এই অ্যাপটি এই বছরের জুন মাসের মধ্যে সারা দেশে ব্যবহার করা যাবে।