হায়দ্রাবাদে BSNL লঞ্চ করবে মাল্টিমিডিয়া কনফারেন্স

হায়দ্রাবাদে BSNL লঞ্চ করবে মাল্টিমিডিয়া কনফারেন্স
HIGHLIGHTS

BSNL নেক্সট জেনারেশন নেটওয়ার্ক এর জন্য এই সার্ভিস লঞ্চ করবে

ভারত সঞ্চার নিগম লিমিটেড(BSNL) হায়দ্রাবাদে মাল্টিমিডিয়া ভিডিও কনফারেন্স শুরু করবে. BSNL নেক্সট জেনারেশন নেটওয়ার্ক এর জন্য এই সার্ভিস লঞ্চ করবে. BSNL এর প্রিন্সিপাল জেনারাল ম্যানেজার রামচন্দ্র এই বিষয়ে জানিয়েছেন.

তিনি বলেছেন যে তাদের লক্ষ্য 2017-18 আর্থিক বছরে নিজেদের রাজস্বে 2 থেকে 3 শতাংশ বৃদ্ধি করা. 2017-18 সালে হায়দ্রাবাদে টেলিকম ডিস্ট্রিক্টে এইবছর 25,335 নতুন ল্যান্ডলাইন কানেকশান লাগানো হবে.

আরো দেখুন: স্ন্যাপড্র্যাগন ৪৩০ অক্টাকোর যুক্ত নোকিয়া 6 সম্পর্কে জানুন

আপনাদের জানিয়ে রাখি যে BSNL আর MTNL বহুদিন ধরে আর্থিক ভাবে ক্ষতিতে চলছে. MTNL এর আর্থিক ক্ষতির পরিমান 819.96 কোটি টাকা অব্দি পৌছে গেছে, যা 2016 সালের শেষ তিনমাসের পাওয়া রাজস্বের থেকে বেশি. 2016 র শেষ তিনমাসে 31 ডিসেম্বর অব্দি MTNL 690 কোটি টাকা ইনকাম করেছিল যেখানে নেট লস 819 কোটি টাকা. 31 ডিসেম্বর 2016 অব্দি MTNL 19,418 কোটি টাকার দেনায় আছে. 2012-13 সালে 11,542 কোটির দেনা ছিল.

সেখানে BSNL এর আর্থিক ক্ষতির পরিমান কম. BSNL এর আর্থিক ক্ষতি 6,121 কোটি থেকে 4,890 কোটির হয়েছে. এর ইনকামে 5.8 শতাংশর বৃদ্ধি হয়েছে. TRAI এর মতে BSNL আর MTNL বিলিয়ান ওয়ারলেস সাবস্ক্রাইব মার্কেটে 9 শতাংশর যোগদান দেয়. দেশে 1.2 বিলিয়ন ওয়ারলেস সাবস্ক্রাইবার আছে.

আরো দেখুন: অনলাইনে লিক হল Moto E4 এর ফিচার্স

আরো দেখুন: Idea নিযে এল নতুন প্ল্যান, এবার প্রতিদিন দিচ্ছে 1GB ডাটা আর আনলিমিটেড কল

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo