BSNL দেবে ১ টাকা থেকে ও কম খরচে ১ GB ডেটা !
BSNL ব্রডব্যান্ড ব্যবহারকারীদের এবার প্রতি GB ডাটা তে ১ টাকা থেকে ও কম খরচ করতে হবে. বলে দি যে BSNL তাদের গ্রাহকদের জন্য একটি আকর্ষনীয় প্লান নিয়ে এসছে যার মধ্যে BSNL গ্রাহকরা মাসে 300GB ডাটা ব্যবহার করলে তারা প্রতি GB তে ১ টাকার থেকে ও কম দিতে হবে.
মোবাইল ব্যবহারকারীদের জন্য একের পর দারুন খবর। মাত্র ১ দিন আগেই রিলায়েন্স বিশ্বের সবথেকে কম দামে ডেটা প্ল্যান প্রকাশ করেছে। যা সবথেকে কমে পাওয়া ৫০ টাকায় ১ জিবি ডেটা। সেই ডেটা প্ল্যানকে ছাপিয়ে গেল BSNL। মাত্র ১ টাকায় ১ জিবি ডেটা প্ল্যান ঘোষণা করেছে BSNL।
আরও দেখুন : ZTE Axon 7 মিনি আনুষ্ঠানিকভাবে উপলব্ধ, ভারত শীঘ্রই আসবে…
BSNL ব্রডব্যান্ড ব্যবহারকারীদের এবার প্রতি GB ডাটা তে ১ টাকা থেকে ও কম খরচ করতে হবে. বলে দি যে BSNL তাদের গ্রাহকদের জন্য একটি আকর্ষনীয় প্লান নিয়ে এসছে যার মধ্যে BSNL গ্রাহকরা মাসে 300GB ডাটা ব্যবহার করলে তারা প্রতি GB তে ১ টাকার থেকে ও কম দিতে হবে.
সূত্র থেকে জানা গিয়েছে, BSNL আনলিমিটেড ওয়্যারলাইন ব্রডব্র্যান্ড প্ল্যান প্রোমোট করছে। BSNL-এর আরও নতুন ডেটা প্ল্যান শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর থেকে। নতুন ডেটা প্ল্যানে আনলিমিটেড BSNL টু BSNL পাওয়া যাবে মাত্র ২৪৯ টাকায়। এছাড়া এরই সঙ্গে আনলিমিটেড ডেটাও ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা।
আরও দেখুন : কম বাজেটের ফোন বাজারে নিয়ে এল লেনোভো A6600 স্মার্টফোন
আরও দেখুন : LYF ওয়াটার 11 স্মার্টফোন 3GB র্যাম এর সঙ্গে লঞ্চ, মূল্য Rs. 8,199
Digit NewsDesk
Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile