BSNL প্রি-পেড গ্রাহকদের জন্য ডবল ডাটা, টকটাইম আর রোমিং ভেনিফিট নিয়ে এসেছে
BSNL, Rs. 120, Rs. 160, আর Rs. 220 ের রিচার্জের ওপর Rs. 130, Rs. 180, আর Rs. 220‘র টকটাইম অফার করেছে
যেদিন থেকে রিলায়েন্স জিও টেলিকম বাজারে এসেছে সেই দিন থেকে অন্য সব টেলিকম অপারেটার এয়ারটেল, ভোডাফোন বা আইডিয়া ডাটা প্যাকের দাম খুব কম করে দিয়েছে। আর প্রায়ই তারা নতুন নতুন ভাল অফার নিয়ে আসে। এবার BSNL ও এবার এই তালিকায় সামিল হল। এবার বিএসএনএলও অন্য অপারেটারদের মতন সস্তা অফার নিয়ে হাজির হচ্ছে।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এবার BSNL Rs. 20, Rs. 40, Rs. 60, আর Rs. 80’র মতন রিচার্জে ফুল টকটাইম দিচ্ছে। সেখানে Rs. 120, Rs. 160 আর Rs. 220’র রিচার্জে Rs. 130, Rs. 180 আর Rs. 220’র টকটাইম অফার করেছে।
ডাটা প্ল্যানের কথা যদি বলি তবে BSNL এর Rs. 78 এর প্ল্যানে 5 দিনের জন্য 1GB ডাটা পাওয়া যায়, তবে এখন এই প্ল্যানে 2GB ডাটা পাওয়া যাচ্ছে। এভাবে Rs. 198 এর প্ল্যানে আগে 28 দিনের জন্য 1GB ডাটা পাওয়া যাচ্ছিল। আর এখন এতে 2GB ডাটা পাওয়া যাবে। Rs. 291 এর রিচার্জে 4.4GB আর Rs. 561 এর রিচার্জে 60 দিনের জন্য 10GB ডাটা পাওয়া যাচ্ছে। এই তিনটি অফার 20 আগস্ট অব্দি প্রিপেড গ্রাহকরা পাবে।
BSNL স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঘোষনা করেছিল যে তারা সব বেনিফিট আর অন্যান্য সব ভয়েস/ এসএমএস স্পেশাল ট্যারিফ ভাউচার (STV) আর কম্বো ভাউচারের ভেনিফিট এবার ন্যাশানাল রোমিং এও কাজ করবে। আর 15 আগস্ট থেকে এই বেনিফিট চালু হয়ে যাবে।
আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট