BMW Bike: BMW এর নয়া বাইক ভারতে লঞ্চ হল, জেনে নিন দাম সহ ফিচার্স

BMW Bike: BMW এর নয়া বাইক ভারতে লঞ্চ হল, জেনে নিন দাম সহ ফিচার্স
HIGHLIGHTS

ভারতে 15 জুলাই লঞ্চ হল BMW এর নতুন বাইক

এই নয়া বাইকের পোশাকি নাম G310 RR

বাইকটিতে থাকতে চলেছে 312.2 সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন

শুক্রবার 15 জুলাই ভারতের গাড়ির বাজারে লঞ্চ হল BMW G310 RR। ভারতীয় গাড়ির বাজারে নবতম সংযোজন হল এই বাইকটি। এই দিন থেকেই বাইকটি বিক্রি শুরু হল। BMW কোম্পানির তরফে টুইট করে বিএমডাব্লিউ এর এই নতুন বাইক লঞ্চ হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। সঙ্গে দেওয়া হয়েছিল একটি ভিডিও। এই বাইকটি লঞ্চ হওয়ার আগেই তার সব তথ্য প্রকাশ্যে এসেছে। এই নতুন বাইকটিতে থাকতে চলেছে Tri Colour Pattern। তার মধ্যেই রয়েছে কোম্পানির সিগনেচার যা লাল এবং নীল রঙে করা আছে। পাশাপাশি রয়েছে সাদার ছোঁয়া। TVS এর TVS APACHE RR 310 থেকেই BMW এর এই নতুন বাইকটি অনুপ্রাণিত হয়েছে। কারণ TVS Apache RR 310 এর সঙ্গে BMW G310 RR এর কোনও পার্থক্যই নেই।

এই নতুন বাইকটির ফ্রেমটি লাল রঙের। অ্যালয় হুইল থাকছে কালো রঙের। এবং সাদা রঙের মনোশক রয়েছে এই বাইকে। BMW G310 RR এর সঙ্গে TVS Apache RR 310 এর একটাই পার্থক্য রয়েছে সেটা হল রং। দুটো বাইকের যে ডিজাইন এক তাই নয়, দুটো বাইকের ইঞ্জিনও এক। BMW G310 RR এ থাকছে ভার্টিক্যাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ঠিক যেমনটা TVS Apache RR 310 এ দেখা গিয়েছিল।

কী কী থাকবে এই নতুন বাইকে?

BMW G310 RR এ থাকবে 312.2 সিসির লিকুইড কুল ইঞ্জিন। কিন্তু এই ইঞ্জিনে আলাদা টিউনিং করেছে BMW। Apache RR 310 মডেলে সর্বোচ্চ 34PS শক্তি এবং 27.3 NM টর্ক পাওয়া যায়। রেন এবং আর্বান মোডে এই বাইকের পারফরমেন্স কিছুটা কমে যায়। তখন এখানে 25.8 bhp শক্তি এবং 25nm টর্ক তৈরি হয়। মাত্র 7.17সেকেন্ডের মধ্যেই বাইকটি 0 থেকে 100 কিলোমিটার অবধি স্পিড তুলতে পারে। সর্বোচ্চ স্পিড হচ্ছে 160 কিলোমিটার প্রতি ঘণ্টায়। এই বাইকের সামনে 300mm এবং পিছনে 240mm এর ব্রেক আছে। ডুয়াল চ্যানেল ABS থাকবে সমস্ত মডেলেই। BMW MOTORRAD BMW G310 RR এর বুকিং শুরু করে দিয়েছে। কোনও ডাউন পেমেন্ট লাগবে না। অল্প মাসিক কিস্তিতে এই বাইক কিনতে পারবেন। 3999 টাকা থেকে এই কিস্তি শুরু হচ্ছে।

bmw g310 rr

BMW G310 RR এর দাম কত হতে পারে?

ভারতে এই বাইকটির দাম 2.90 লাখ টাকা যা এক্স শোরুম প্রাইজ। এই বাইকটি BMW এর BMW G310 R এবং G310 GS এর মাঝে লঞ্চ করল। উল্লিখিত প্রথম বাইকটির দাম 2.65 লাখ এবং দ্বিতীয়টির 3.05 লাখ টাকা।

Digit.in
Logo
Digit.in
Logo