এভাবে কোন ইউজারকে জিমেলে ব্লক করতে পারবেন
By
Aparajita Maitra |
Updated on 19-Feb-2018
HIGHLIGHTS
আপনি যদি কোন ইউজারের ইমেল আইডিকে জিমেলে ব্লক করতে চান তবে এই আর্টিকেলটিতে দেওয়া স্টেপ্স আপনাকে ফলো করতে পারেন
আমরা সবাই প্রায় জিমেল ব্যবহার করে থাকি আর নিজেদের ব্যক্তিগত কাজের সঙ্গে সঙ্গে আমরা শপিং ইত্যাদি বা অফিসের কাজও করে থাকি, ইমেলের জনয় বেশিরভাগ মানুষই জিমেল ব্যবহার করেন। অনেক সময়ই এরকম হয় যে মেল আমরা অনেক প্রোমোশনাল মেল রিসিভ করি, আবার অনেক সময় অনেকেই বিভিন্ন ধরনের ইমেল করে বিরক্ত করে থাকেন আর তখন বিরক্ত হলেও আমরা কি করব তা বুঝে উঠতে পারিনা।
আরমা আজকে এখানে আপনাদের এমন একটি ফিচার্স বলছি যা থেকে আপনারা এই সমস্যার হাত থেকে রেহাই পেতে পারেন। কারন এ ভাবে আপনারা কোন জিমেল আইডি ব্লক করতে চাইলে তা করতে পারবেন। আমরা আপনাদের এই আর্টিকেলে সেই উপায়ই বলব।
- জিমেল অ্যাকাউন্টে লগ ইন করুন।
- যে জিমেল আইডিটি আপনি ব্লক করতে চাইছেন সে মেল আইডিটি ওপেন করুন।
- মেলের ডান দিকে থাকা ডাউন অ্যারোতে ট্যাপ করুন।
- এখানে দেওয়া ব্লক বটনে ট্যাপ করে আপনি সেই মেলারকে সহজেই ব্লক করতে পারবেন।