বর্তমান জীবনে আমাদের কাছে ভার্চুয়াল জগৎ এবং তার আনুষাঙ্গিক জিনিস ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর ভার্চুয়াল জগতে সব কিছুর সফট কপি। ফলে আমাদের জীবনে এখন PDF একটা জরুরি অঙ্গ হিসেবে উঠে এসেছে।
আর এই PDF এর মাধ্যমে আমরা কী কী না শেয়ার করি! Aadhaar Card থেকে কোনও কিছুর রিসিট, ইত্যাদি সহ সব কিছুই। তবে আজকাল কিন্তু PDF ডাউনলোড করা আর অত নিরাপদ নেই। এখানেও প্রতারকরা থাবা বসিয়েছে।
ভাবছেন PDF এ কীভাবে প্রতারকরা থাবা বসাচ্ছে? আসলে এই অনলাইন জগতে কিছুই সম্পূর্ণ নিরাপদ নয়। এক্ষেত্রে বাদ যায় না PDF ও। সাইবার থ্রেট এখানেও আছে।
তাই সতর্ক থাকতে হবে PDF ডাউনলোড করার সময়। আপনি যদি হামেশাই PDF ডাউনলোড করে থাকেন তাহলে সতর্ক হন। এখানে ম্যালওয়্যার যুক্ত থাকতে পারে। তাই নিরাপদে PDF ডাউনলোড করতে কী করণীয় দেখুন।
https://twitter.com/Serpent/status/1540770172545695745?ref_src=twsrc%5Etfw
PDF ফাইলে ভাইরাস থাকতে পারে। অর্থাৎ ম্যালওয়্যার থাকতে পারে যা আপনার ফোন বা ল্যাপটপকে ক্ষতি করতে পারেন তাই নিরাপদে PDF ডাউনলোড করতে চাইলে ভালো অ্যান্টি ভাইরাস দিয়ে সেটাকে আগে স্ক্যান করুন।
সব PDF ডাউনলোড করবেন না। নিরাপদ এবং নির্দিষ্ট সোর্স থেকেই PDF ডাউনলোড করুন।
আরও পড়ুন: ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখতে চান? চটপট পাল্টে ফেলুন ফোনের এই 5 সেটিংস
ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে PDF থাকে সেখান থেকে প্রয়োজন মতো PDF নামাবেন না। সব কিন্তু নিরাপদ নয়। তাই নামী ওয়েবসাইট, অফিসিয়াল সোর্স বা পরিচিত কারও পাঠানো PDF ডাউনলোড করুন।
যদি কোনও PDF -এ লিংক থাকে তাতে ভুলেও ক্লিক করবেন না। একমাত্র সিওর হয়েই এসব লিংকে ক্লিক করা উচিত।
যদি সন্দেহজনক লিংক থাকে, বা বিজ্ঞাপনে ভরা থাকে সেটা ডাউনলোড না করাই ভাল। এগুলো ক্ষতিকর লিংক হতে পারেন
ফিসিং লিংকের বিষয়ে সতর্ক থাকুন। যে PDF ফাইল আপনার ব্যক্তিগত তথ্য চায়, বা কোনও অন্য ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে ভুলেও সেটাকে বিশ্বাস নয়। এটার মাধ্যমে কিন্তু প্রতারকরা আপনার তথ্য হাতিয়ে নিতে পারে। URL -এর বিষয় নিশ্চিত হন নিজের কোনও তথ্য দেওয়ার আগে।
আরও পড়ুন: WhatsApp প্রতারকদের কবলে কলকাতার মহিলা! নিজেকে সুরক্ষিত রাখতে কী করণীয়?
এছাড়া আপনার ফোনের সফটওয়্যার আপডেট রাখুন সর্বদা। সফটওয়্যার আপডেট থাকলে ফোনে ম্যালওয়্যার সহজে অ্যাটাক করতে পারে না।