QR কোড স্ক্যান করে হামেশাই টাকা পাঠান? বিপদ এড়াতে কী করবেন জানেন? দেখুন

QR কোড স্ক্যান করে হামেশাই টাকা পাঠান? বিপদ এড়াতে কী করবেন জানেন? দেখুন
HIGHLIGHTS

UPI এবং অনলাইন লেনদেনের প্রতি যত আমাদের ঝোঁক বাড়ছে ততই দিন দিন সাইবার ফ্রডের সমস্যাও বাড়ছে

প্রতারকরা বিভিন্ন উপায়ে মানুষের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে

আর এই অনলাইন লেনদেনের ক্ষেত্রে মানুষ সব থেকে বেশি যে প্রতারণার শিকার হয় সেটা হল QR কোড স্ক্যান করার বিষয়টা

আজকালকার দিনে UPI এবং ডিজিটাল লেনদেন ছাড়া যেন জীবন ভাবাই যায় না। জাস্ট একটা মেসেজ পাঠানোর মতোই বা Instant Messaging App ব্যবহার করার মতো আজকাল একটা ক্লিকেই সহজেই টাকা লেনদেন করা যায় মুহূর্তে। ডিজিটাল পেমেন্ট বা অনলাইন পেমেন্ট যেমন সহজ, তেমন দ্রুত কাজ করা যায়। এবং নিরাপদও। কিন্তু যেহেতু এই মাধ্যমের প্রতি আমরা দিন দিন নির্ভরশীল হয়ে পড়ছি সেহেতু দিন দিন এখানে প্রতারণার সংখ্যাও বাড়ছে। গত কয়েক বছরে ফিশিং লিংক, সাইবার ফ্রড, সিম সোয়াপ, ভিশিং কল, ইত্যাদির পরিমাণ চোখ পড়ার মতো বেড়েছে। প্রতারকরা যেন দিন দিন নতুন নতুন উপায় খুঁজে বের করছে মানুষকে ঠকানোর জন্য। আর তেমনই একটা নতুন উপায় হল QR কোড স্ক্যান করে মানুষকে ঠকানো। 

অনেক মানুষই জানিয়েছেন যাঁরা QR কোড স্ক্যান করতে গিয়ে প্রতারকদের খপ্পরে পড়েছেন। 

আসুন আগে জেনে নেওয়া যাক এই QR কোড স্ক্যাম আসলে কী? 

প্রতারকরা এই ক্ষেত্রে ভান করেন যে তাঁরা আপনাকে QR কোড এর মাধ্যমে টাকা পাঠাচ্ছে। কিন্তু এই টাকা পাঠানোর জন্য যাঁকে টাকা পাঠানো হচ্ছে তাঁকেই নাকি QR কোড স্ক্যান করে কত টাকা উল্টো দিকের মানুষটার থেকে পেতে চাইছেন সেই সংখ্যা লিখে দিতে হবে, সঙ্গে দিতে হবে OTP। এটা করলেই নাকি তিনি টাকা পেয়ে যাবেন। এমনটাই বলা হয় প্রতারকদের তরফে। কিন্তু টাকা পাওয়ার বদলে যাঁর আদতে টাকা পাওয়ার কথা তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যায়। অর্থাৎ ধরুন আমি আপনার থেকে কিছু কিনলাম, সেই বাবদ আমার আপনাকে টাকা দেওয়ার কথা। কিন্তু বললাম না আপনি আমার থেকে যত টাকা পেতে চান সেটা QR কোড স্ক্যান করে লিখে OTP দিয়ে দিন আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে আপনার কাছে যাবে। কিন্তু ঘটবে ঠিক উল্টোটা। টাকা কাটবে আপনার অ্যাকাউন্ট থেকেই। আমার নয়। এভাবেই প্রতারকরা QR কোড এর মাধ্যমে প্রতারণার জাল বিছাচ্ছে। 

এটার সঙ্গে তাঁরা আপনাকে প্রতিনিয়ত ফোন করে এমন করতে থাকবে যে আপনি কিছু বোঝার আগেই, বা ভাবার আগেই কাজটা কর ফেলবেন।

QR Code Scam

তাই এই ধরনের প্রতারণার হাত থেকে বাঁচতে হলে কী কী করণীয় দেখ নিন। 

কখনও নিজের UPI ID বা ব্যাংক ডিটেলস এমন কাউকে দেবেন না যাঁকে আপনি চেনেন না। 

পারলে ক্যাশ টাকায় লেনদেন করুন, মূলত OLX বা এই ধরনের সাইট থেকে কিছু কেনাকাটা করলে। 

কখনও টাকা পাওয়ার জন্য ভুলেও QR কোড স্ক্যান করবেন না।

টাকা পাঠানোর আগে QR কোড স্ক্যানার দিয়ে যাঁকে টাকা পাঠাচ্ছেন তাঁর পরিচয় যাচাই করে নিন। 

কারও সঙ্গে OTP শেয়ার করবেন না। OTP একটা কনফিডেনশিয়াল জিনিস। 

অনলাইনে কারও থেকে কিছু কেনার আগে সেই ব্যক্তির পরিচয় যাচাই করুন। 

দরকার না পড়লে ফোন নম্বর শেয়ার করবেন না।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo