এয়ারটেল, টাটা স্কাই আর বাকি ব্র্যান্ডের 100MBPS স্পিডের কিছু প্ল্যান

Updated on 28-Nov-2019
HIGHLIGHTS

এই সময়ে সব থেকে সস্তায় 100MBPS স্পিডের প্ল্যান Hathway অফার করে

আর এর সঙ্গে এয়ারটেল এই লিস্টে আছে

আর কোন প্ল্যানে আপনারা সব থেকে বেশি ভাল প্ল্যান পাচ্ছেন তা দেখা যাক

এই সময়ে যখন দেশে প্ল্যান 1Gbps হচ্ছে সেই সময়ে 100Mbps স্পিডের প্ল্যান অনেক অপারেটারই দিয়ে থাকে। আর এখানে আছে এমন বেশ কিছু কোম্পানি যারা আপনাদের 100Mbps য়ের স্পিডে সস্তার ভাল নেট প্ল্যান অফার করে।

আপনারা যদি অনলাইনে গেমিং করেন বা অ্যামাজন বা নেটফ্লিক্সের মতন পরিষেবা থেকে ইন্টারনেটের মাধ্যমে প্রচুর অনুষ্ঠান দেখেন তবে আপনাদের জন্য বেশি স্পিডের দারুন ইন্টারনেট প্ল্যান খুব দরকারি।

এই সময়ে 100Mbps স্পিডের ইন্টারনেট প্ল্যান যত কোম্পানি অফার করে এর মধ্যে সব থেকে সস্তার প্ল্যান দেয় Hathway। আর এয়ারটেলও বাকি কোম্পানি গুলিরও এই ধরনের বেশ কিছু প্ল্যান আছে। আর আজকে এখানে আমরা সেই সব কিছু দেখব।

Hathway ব্রডব্যান্ড

এটি যে শুধুমাত্র একটি জনপ্রিয় টিভি অপারেটিং সিস্টেম তা নয় এর সঙ্গে এটি ভাল ইন্টারনেট পরিষেবাও দিয়ে থাকে। আপনাদের পোর্টফোলিওতে হেথাওয়ে ব্রডব্যান্ড বেশ সস্তাত 20Mbps, 50Mbps আর 100Mbps য়ের স্পিড দেয়। 100Mbps স্পিডের সব থেকে সস্তার প্ল্যান 799 টাকার আর এটি প্রতিমাসে 1000GB র 100Mbps স্পিডের নেট দেয়। আর এর সঙ্গে আছে তিন মাসের জন্য এর দাম 2 , 247 টাকা। আর এটি কোম্পানির কিছু বাছাই করা জায়গায় দেয়।

You ব্রডব্যান্ড

হাই স্পিড নেটের জন্য হেথাওয়ের মতন You ব্রডব্যান্ড 100MBps স্পিডে 4টি প্ল্যান অফার করে। আর এর মধ্যে আছে 30 দিনের বৈধতার সঙ্গে আসা 100Mbps স্পিডের প্ল্যান আর যার দাম 944 টাকা। আর এই প্ল্যানে আনলিমিটেড ডাতা আছে আর এর জন্য গ্রাহকদের FUP লিমিটের বিষয়ে ভাবতে হবে না।

এর সঙ্গে You ব্রডব্যান্ড 90,180 আর 360  দিনের প্ল্যান অফার করে। আর 90 দিনের বৈধতার প্ল্যানে আছে 100Mbps স্পিডের নেট আর এর সঙ্গে এর দাম 2,744 টাকা। আর এছাড়া 100Mbps স্পিডের 5,133 টাকার প্ল্যান আছে যা 360 দিনের জন্য বৈধতা পল্যানের দাম 9,558 টাকা আর এই প্ল্যানে 100Mbps স্পিডের নেট আছে।

টাটা স্কাই

টাটা স্কাই ব্রডব্যান্ড পরিষেবার 999 টাকায় গ্রাহকরা 10Mbps স্পুইডের সঙ্গে আনলিমিটেড ডাউনলোড স্পিড পাবে। আর সেখানে এর 1,250 টাকার প্ল্যানে গ্রাহকরা 25Mbps স্পিডের আনলিমিটেড ডাটা পাবে। আর 1,500 টাকার আর 1,800 টাকার প্ল্যানে আনলিমিটেড ডাউনলোডের সঙ্গে যথাক্রমে 50mbpos আর 100Mbps স্পিডে দিয়েছে।

আর আপনাদের জানিয়ে রাখি যে প্রথমে এই ব্রডব্যান্ড পরিষেবা  Delhi, Noida, Gurgaon, Greater Noida, Ghaziabad, Ahmedabad, Bengaluru, Bhopal, Chennai, Hyderabad, Mira Bhayandar, Mumbai, Pimpri Chinchwadআর থানেতে আসবে।

Airtel Xstream

Airtel Xstream ফাইবারে আপনারা এখন 799 টাকার ব্রডব্যান্ড প্ল্যান পাচ্ছেন যাতে 100Mbps স্পিডের সঙ্গে 150GB ডাটা আছে। আর এর সঙ্গে কোম্পানি এয়ারটেল এক্সট্রিম পরিষেবা ফ্রি করার জন্য এক্সট্রা সুবিধা দিচ্ছে। আর এবার রিলায়েন্স জিও ফাইবার 100,mbps স্পিডের সঙ্গে প্রতিমাসে 100Gb ডাটা দিচ্ছে। আর এই প্ল্যানে গ্রাহকদের শুধু 699 টাকা দিতে হচ্ছে। আর গ্রাহকদের জিই গেমিং ভিডিও কল, ফ্রি ডাউনলোড অফারও পাচ্ছে।

আর এয়ারটেলের কাছে এন্টারটেন্মেন্টের জন্য 999 টাকার 300GB মান্থলি ডাটা আর 200Mbps স্পিডের আছে। আর এর সঙ্গে এতে তিন মাসের নেটফ্লিক্সের ফ্রি সাবস্ক্রিপশান, এক বছরের ফ্রি অ্যামাজন প্রাইম, ZEE5 আর আনলিমিটেড কল অপশান আছে।

Connect On :