Safety Gadgets for Kids: আমরা জানি যে প্রত্যেক বাবা-মা তাদের সন্তানকে নিরাপদ রাখতে চায়। কিন্তু ব্যস্তার কারণে এটা জানা কঠিন হতে পারে যে তারা ঠিক আছে এবং সুরক্ষিত আছে। তবে আর চিন্তার কোনো কারণ নেই। এর জন্য বাজারে আসা আধুনিক প্রযুক্তিকে ধন্যবাদ, যার কারণে আপনি বহু মাইল দূরে থাকলেও আপনার কাছের মানুষকে সুরক্ষিত রাখতে পারেন। আগামীকাল 14 নভেম্বর Childrens Day উপলক্ষে বাচ্চাদের দিন সুরক্ষিত থাকার কিছু জরুরি গ্যাজেট।
বর্তমানে বাজারে এমন অনেক গ্যাজেট পাওয়া যাচ্ছে যার সাহায্যে বাচ্চাদের উপর নজর রাখা যায়। এই গ্যাজেটগুলিকে সন্তানের কব্জি, বেল্ট, প্যান্টের পকেটের মতো জায়গায় রেখে বাবা-মায়ের মোবাইলের সাথে কানেক্ট করা যেতে পারে। এর পাশাপাশি এখন কিছু স্কুলও শিশুদের নিরাপত্তার জন্য একই ধরনের ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।
অ্যাপল এয়ারট্যাগ, এই ক্ষুদ্র ডিভাইসটি খুব সহজে ব্যবহার করা যায়। এই ডিভাইসটি ব্যাকপ্যাক, জ্যাকেট, লাঞ্চবক্স বা এমনকি জুতার সাথেও যুক্ত করা যায়। অ্যাপল এয়ারট্যাগ আইফোনের সাথে সিঙ্ক করে, ব্যবহারকারীদের “ফাইন্ড মাই” আইফোন অ্যাপ ব্যবহার করে রিয়েল-টাইমে তাদের বাচ্চাদের লোকেশন দেখার সুবিধা দেয়।
আপনার বাচ্চাদের লোকেশন জানতে জিপিএস অনেক কাজে আসে। জিপিএস ট্র্যাকার সেলুলার, Wi-Fi এবং ব্লুটুথ ব্যবহার করে ব্যবহার লোকেশন ট্র্যাকিং অফার করে। এই ডিভাইসগুলি বাচ্চাদের বাবা-মাকে নোটিফিকেশন পাঠিয়ে সর্তক করে দেয় যখন বাচ্চারা তাদের এলাকার বাইরে যায়। অ্যাপটি প্রক্সিমিটি অ্যালার্ট সাপোর্ট করে, যদি তাদের সন্তান ভিড়ের জায়গায় খুব বেশি দূরে চলে যায় তাহলে অভিভাবকদের অবহিত করে।
স্মার্ট ব্যান্ড বাচ্চাদের ঘুম, লোকেশন সহ হেল্থ মনিটার করতে সাহায্য করে। অভিভাবকরা তাদের বাচ্চার রিয়েল টাইম লোকেশন অভিভাবকরা ট্র্যাক করতে পারবেন। এছাড়া অভিভাবকরা বাচ্চাদের কল, মেসেজ করতে পারবেন। এছাড়া মা-বাবা রা তাদের ট্র্যাকিং ব্যান্ডে ‘School Time’সেট করতে পারবেন, যাতে বাচ্চারা সেই সময় গেম খেলতে না পারে।
মা-বাবারা তাদের বাচ্চাদের স্মার্টওয়াচ দিয়ে Wi-Fi বা ডেটার মাধ্যমে ভয়েস বা ভিডিও কল করতে পারবেন। এছাড়া এতে ভিডিও কলিং এর পাশাপাশি, টক-টু-টেক্ট, ভয়েস মেসেজ করা যাবে। এর সাথে আপনি বাচ্চাদের গুগল ম্যাপ এর সাহায্যে রিয়েল-টাইম ট্র্যাক এবং রুট জানতে পারবেন। এছাড়া পেরেন্টসরা ইমারজেন্সিতে আলর্টও পাবেন।
আরও পড়ুন: 10 হাজার টাকার কম দামে Vivo লঞ্চ করল নতুন স্মার্টফোন, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি রয়েছে