digit zero1 awards

Ayushmann Khurrana এবার পৌঁছেছেন ভূতেদের জগতে, কার খপ্পরে পড়লেন অভিনেতা?

Ayushmann Khurrana এবার পৌঁছেছেন ভূতেদের জগতে, কার খপ্পরে পড়লেন অভিনেতা?
HIGHLIGHTS

আসছে আয়ুষ্মান খুরানার নতুন প্রজেক্ট, সঙ্গী ভূতেরা

এটি একটি হরর কমেডি মুভি হতে চলেছে

অভিনেতা জানিয়েছেন এর আগে এভাবে ভূত নিয়ে কাজ হয়নি

অমর কৌশিক (Amar Koushik) ইতিমধ্যেই একাধিক এমন কাজ করেছেন যেখানে মজা রয়েছে। পরিচালককে মজার মজার নানান চিত্রনাট্য নিয়ে কাজ করতে দেখা গিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কাজ হল স্ত্রী, ভেড়িয়া, বালা, ইত্যাদি। প্রতিটা ছবি একে অন্যের থেকে আলাদা এবং ভিন্ন স্বাদের। আবার তিনি ছক ভেঙে একদম নতুন ধরনের  ছবি করতে চলেছেন। তবে আনুষ্ঠানিক ভাবে এই ছবির বিষয় এখনও কিছুই জানানো হয়নি। এই ছবিতে নাকি দেখা যাবে অভিনেতা আয়ুষ্মান খুরানাকে ( Ayushmann khurrana)। আয়ুষ্মান নিজে বিভিন্ন ধরনের ছবি করে নিজেকে প্রমাণ করেছেন। ছক ভাঙা অভিনয় করতে যে অভিনেতা ভালোবাসেন সেটা তাঁর কাজ দেখলেই স্পষ্ট বোঝা যায়। 

আয়ুষ্মান খুরানাকে এবার আরও একবার নতুন রূপে দেখা যেতে চলেছে এই নতুন ছবিতে। বলি পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে তাঁকে নাকি এবার ভ্যাম্পায়ারের চরিত্রে দেখা যাবে। স্ত্রী 2 ছবিটা যে তৈরি হচ্ছে সেই খবর স্পষ্ট হয়ে গিয়েছে। সঙ্গে অমর কৌশিকের হাতে আরও একটি হরর কমেডি ছবির স্ক্রিপ্ট আছে বলেই জানা গিয়েছে আর সেই কাজের জন্যই নাকি তিনি আয়ুষ্মান খুরানার সঙ্গে জোট বাঁধতে চলেছেন। যদিও আয়ুষ্মান খুরানা এখন তাঁর আগামী ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন বলেই জানা যাচ্ছে। আগামীতে তাঁকে অ্যাকশন হিরো হিসেবে দেখা যাবে। আয়ুষ্মান বরাবর সচেষ্ট যাতে বলিউডে বিভিন্ন ধরনের গল্পকে তুলে ধরা যায় তার জন্য। আর সেই কাজে তিনি নিজেকে প্রমাণ করেছেন।

Ayushmann khurrana

এই ছবির বিষয় আয়ুষ্মান জানান, বলিউডে এমন ধরনের ভূত প্রথম। এই ভূতকে সেভাবে কোথাও আবিষ্কার করা হয়নি। শুধু তাই নয়, অভিনেতা জানান অমর কৌশিক এবং দীনেশ ভিজন একত্রে একটি হরর ইউনিভার্স তৈরি করতে চাইছেন। এই বিষয়টা যে বেশ আকর্ষণীয় সেটাও তিনি জানান। আর আকর্ষণীয় বিষয়টা ভারতীয় দর্শকদের কাছে একদম নতুন একটা বিষয় হতে চলেছে বলেও অভিমত তাঁর। কিন্তু এই ছবির কাজ কবে শুরু হবে সেটা জানা যায়নি। তবে এটা জানা গিয়েছে এই ছবির কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। যেই এমন খবর প্রকাশ্যে এসেছে অমনি ভক্তদের মনে উত্তেজনার পারদ বাড়ছে। কারণ আয়ুষ্মান মানেই সেই গল্প যে বিশেষ হবে, তাতে নতুনত্বের ছোঁয়া থাকবে সেটা আর আলাদা করে বলার প্রয়োজনীয়তা নেই।

বলিউডে এখন বিভিন্ন ধরনের কাজ হচ্ছে। পাইপলাইনে একটার পর একটা কাজ রয়েছে। একাধিক স্টার এক এক ধরনের কাজ আনছেন। সকলেই চাইছেন বলিউড ( Bollywood) যাতে ছন্দে ফেরে। আবার হিট, সুপার হিট, ব্লকবাস্টার ছবি আসুক। দর্শকরা যেন ফের হলমুখী হল বলিউডের ছবি দেখার জন্য। আর সেই কারণেই বলি পাড়া নিজেকে ভেঙে সব রকম ভাবে তৈরি করতে প্রস্তুত।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo