ভারতে আভায়াতাদের নতুন একটি ডিভাইস Avaya IX Collaboration Unit CU360 লঞ্চ করেছে

ভারতে আভায়াতাদের নতুন একটি ডিভাইস Avaya IX Collaboration Unit CU360 লঞ্চ করেছে
HIGHLIGHTS

এটি অ্যান্ড্রয়েড বেসড ডিভাইস

প্রতি মিনিটে 10 পয়সা চার্জ করবে ভিডিও কনফারেন্সের সময়ে

ভারতে গত কাল আভায়া তাদের নতুন একটি ডিভাইস লঞ্চ করেছে। এটি মূলত একটি কোলাবরেশান ইউনিট যা ভারতে Avaya IX Collaboration Unit CU360 নামে লঞ্চ করা হয়েছে। এটি আভায়ার ইউনিক মিটিং অনলাইন (AEMO) ডিভাইস হিসাবে এসেছে।

এর মাধ্যমে আপনারা আপনাদের মিটিং বাড়িতে বসেও করতে পারবেন। এটি একটি অ্যান্ড্রয়েড বেসড ডিভাইস। আর এটি iOS সাপোর্টের সঙ্গে আসবে বলে কিছু জানা জায়নি। এই ডিভাইসটি আপনাদের কাছে থাকলে আপনারা এর মাধ্যমে মিটিংয়ের সময়ে অপর প্রান্তে আপনাদের কন্ট্যাক্টে থাকা কার সঙ্গে কাজ করতে পারবেন তা সে তার কাছে এই ডিভাইসটি থাক বা না থাক আর এর সঙে আপনারা এই ডিভাইসের মাধ্যমে অ্যাটাচ ফাউলে আপনার দরকারি সব তথ্য শেয়ার করতে পারবেন।

এই ভিডিও কমফারেন্স প্রতি মিনিটে 10 পয়সা করে চার্জ করবে।

এটি মুলত একটি সেটআপ বক্স যা আপনার মিটিংয়ের স্মন্যে সাহায্য করবে আর এটি 4K ডিসপ্লে সাপোর্ট করে এর সঙ্গে একটি রিমোর্ট দেওয়া হয়েছে যা এক সঙ্গে এই সিস্টেম অপারেট করতে পারে আবার এতে টাইপ করা ও অন্যান্য দরকারি কাজও করতে পারে।

Digit.in
Logo
Digit.in
Logo