Audi Q7 লিমিটেড এডিশন হাজির হল ভারতে, কসমিক আপগ্রেডেশন যুক্ত গাড়ির দাম জানেন?

Audi Q7 লিমিটেড এডিশন হাজির হল ভারতে, কসমিক আপগ্রেডেশন যুক্ত গাড়ির দাম জানেন?
HIGHLIGHTS

ভারতে লঞ্চ হল Audi Q7 লিমিটেড এডিশন

এই গাড়িতে দেওয়া হয়েছে কসমিক আপগ্রেডেশন

গাড়িটির দাম শুরু হচ্ছে 44.04 লাখ টাকা থেকে

Audi Q7 Limited Edition ভারতে লঞ্চ হল। উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে দেশে, আর সেটার কথা মাথায় রেখেই এই লিমিটেড এডিশন আনা হল দেশে। গাড়িটিকে দেওয়া হয়েছে কেবল কসমিক আপগ্রেডেশন। জানা গিয়েছে এই গাড়ির মাত্র 50 টি ইউনিট বিক্রি করা হবে দেশে। এছাড়া মেকানিক্যালি তেমন আর কোনও পরিবর্তন আনা হয়নি এই গাড়িটিতে। এই গাড়িটির দাম শুরু হচ্ছে 44,04,000 টাকা। এটি এক্স শোরুম প্রাইজ। মূলত টেকনোলজি ট্রিমের উপর বেস করেই এই নতুন এডিশন তৈরি করা হয়েছে।

এই গাড়ির লিমিটেড এডিশনের ফিনিশিং করা হয়েছে ব্যারিক ব্রাউন পেইন্ট শেডে, এটি এই নতুন ভ্যারিয়েন্টের একদম এক্সক্লুসিভ কালেকশন। Audi Q7 লিমিটেড এডিশনের অক্টাগোনাল আউটলাইন আগের মতো থাকলেও বদল আনা হয়েছে গ্রিল ডিজাইনে। এটাকে নতুন করে সাজানো হয়েছে। এই গাড়িটির সামনের দিকটা একটু আলাদা করার জন্য স্লিম ট্রিম দেওয়া হয়েছে।

হাই গ্লস স্টাইলিং প্যাকেজ দেওয়া হয় এই নতুন গাড়িটিতে। সঙ্গে ওয়াশার নজেলের সঙ্গে অ্যাডাপটিভ উইন্ডশিল্ড ওয়াইপার্স ইন্টিগ্রেটেড করা হয়েছে। অন্যদিকে আছে 19 ইঞ্চির 5 স্পোক যুক্ত স্টার স্টাইল অ্যালয় হুইল। প্যানরমিক সানরুফ আছে এই লিমিটেড এডিশন গাড়িটিতে। ভার্চুয়াল ককপিট আছে এই গাড়িতে যাকে অডির তরফে বলা হচ্ছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এই গাড়িতে গ্রাহক পেয়ে যাবেন একাধিক কনফিগারেবিলিটি। দুটো বড় টাচস্ক্রিন পাওয়া যাবে এই গাড়ির মাঝের কনসোলে। উপরেরটায় আছে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং নিচে আছে ক্লাইমেট কন্ট্রোলের জন্য আরও একটি টাচস্ক্রিন। 30 টি আলাদা রকমের শেডস আছে এই গাড়িতে অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ের জন্য। Audi এর তরফে Q7 এর এই নতুন গাড়িতে আছে 7টি সিট যার তৃতীয় রোয়ের সিটটিকে ইলেকট্রিক্যালি ফোল্ড করা যাবে।

Audi Q7 New Edition

B&O প্রিমিয়াম 3D সাউন্ড সিস্টেম এবং সাবউফার সহ একটি অ্যাম্পলিফায়ার আছে এই গাড়িতে। সঙ্গে গ্রাহকরা পাবেন পাওয়ার্ড ফ্রন্ট সিটস এবং তার সঙ্গে ড্রাইভার সাইড মেমোরি ফাঙ্কশন, সহ সেকেন্ড রো সিটস এবং তার সঙ্গে অ্যাডজাস্টেবল ফোর অ্যান্ড অ্যাফট পজিশন এবং রিক্লাইন আছে। এছাড়াও এই গাড়িতে রয়েছে ফোর জোন ক্লাইমেট কন্ট্রোল, কিলেস এন্ট্রি, কিক টু ওপেন ইলেকট্রিক টেইলগেট এবং ক্রুজ কন্ট্রোলের মতো দারুন সব ফিচার।

স্পিড লিমিটার দেওয়া আছে এই গাড়ির লিমিটেড এডিশনে। আটটি এয়ার ব্যাগ আছে, সঙ্গে 360 ডিগ্রির একটি পার্কিং ক্যামেরা এবং লেন ডিপার্চার ওয়ার্নিং রয়েছে। 3.0 লিটারের V6 TFSI ইউনিট দেওয়া হয়েছে এই Audi Q7 লিমিটেড এডিশনে যেখানে সর্বোচ্চ 340hp পাওয়ার এবং 500Nm পিক টর্ক তৈরি হতে পারে। 5.9 সেকেন্ডের মধ্যে এই গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার প্রতি ঘণ্টায় স্পিড তুলতে পারবে। এই গাড়ির টপ স্পিড হচ্ছে 250 কিলোমিটার প্রতি ঘণ্টা। 48 ভোল্ট হাইব্রিড সিস্টেম এবং কোয়াট্রা অল হুইল ড্রাইভ আছে এই গাড়ির ইঞ্জিনে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo