ভারতের গাড়ির বাজার কাঁপতে আরও একবার হাজির হল Ather 450X স্কুটার। তবে এবার এই ইলেকট্রিক স্কুটার এল একদম নতুন সাজে। বেঙ্গালুরুর এই স্টার্ট আপ কোম্পানিটি তাদের তৃতীয় প্রজন্ম অর্থাৎ third Gen এর 450X এবং 450 Plus নামক দুটো ইলেকট্রিক স্কুটার বাজারে লঞ্চ করল। Ather Energy এর নতুন স্কুটারের দাম হল 1.39 এবং 1.17 লাখ টাকা। এই দামগুলো দিল্লির এক্স শোরুম প্রাইজ । দ্বিতীয় প্রজন্ম বা second Gen এর তুলনায় থার্ড জেন এর 450X এবং 450plus ইলেকট্রিক স্কুটারে দেওয়া হয়েছে আগের তুলনায় বড় ব্যাটারি। সঙ্গে থাকছে নতুন এবং উন্নতমানের মোটর। তবে এই স্কুটারের দাম দেশের এক একটি শহরে এক এক রকমের দামে উপলব্ধ হতে চলেছে। 450X ইলেকট্রিক স্কুটারটি আগের তুলনায় দিল্লিতে 1000 টাকা বেশি দামে পাওয়া যাবে। অথচ দেশের অন্যান্য প্রান্তে 5000 টাকা অতিরিক্ত দিতে হবে এই নতুন জেনারেশনের স্কুটারের জন্য।
নতুন দুটি স্কুটারের সব থেকে আকর্ষণীয় ফিচার হল এর উন্নতমানের ব্যাটারি। এই বড় ব্যাটারিটির ক্যাপাসিটি হচ্ছে 3.7kWh। তবে ব্যবহারযোগ্য ক্যাপাসিটি অনেক কম। 450X এর ক্ষেত্রে এই ক্যাপাসিটি হল 3.24 kWh, অন্যদিকে 450 প্লাসের ক্যাপাসিটি হচ্ছে 2.6kWh। আউটগোয়িং মডেলে রয়েছে 2.9kWh এর একটি ব্যাটারি প্যাক।
যেহেতু এই স্কুটারে থাকছে এত বড় ব্যাটারি তাই একবার চার্জ দিলেই এই স্কুটার অনেকটা দূর অবধি দৌড়াতে পারবে। Ather 450X এর রেঞ্জ হল 150 কিলোমিটার , অর্থাৎ একবার চার্জ দিলেই 150 কিলোমিটার অবধি যেতে পারবে এই স্কুটার, যখন এই স্কুটার ইকো মোডে থাকবে। এর স্কুটারের রিয়াল ওয়ার্ল্ড রেঞ্জটি ARAI সার্টিফায়েড সেটা একবার চার্জ দিলে 146 কিলোমিটার অবধি রেঞ্জ দেবে। অন্যদিকে 450 plus স্কুটারটি ARAI সার্টিফায়েড রেঞ্জ হিসেবে 108 কিলোমিটার দেবে। এবং ইকো মোডে চলবে 85 কিলোমিটার। এই স্কুটারের ওজন হচ্ছে 111.6 কিলো। বড় ব্যাটারি থাকার ফলেই এই গাড়ির ওজন এত বেশি।
পাশাপাশি এই ইলেকট্রিক স্কুটার দুটোতে থাকছে নতুন মোটর। 450X এর নতুন মোটরটি 6.2kW পাওয়ার চার্ন আউট করতে পারে। অন্যদিকে 450 প্লাস দেবে 5.4kW পাওয়ার চার্ন। তবে দুটো স্কুটারে থাকছে 3.3kW টর্কের আউটপুট। এর ফলে 450X স্কুটারে থাকবে 26nm এবং 450 প্লাস স্কুটারে থাকবে 22nm। স্কুটার দুটিতে থাকছে দারুন দুটি চওড়া চাকা। 100/80-12 টায়ার দেওয়া হয়েছে এবার, আগের বার যেখানে 90/90-12 টায়ার দেওয়া হয়েছিল। নতুন চওড়া টায়ারের ফলে এই স্কুটারের গ্রিপ ভাল হয়েছে। সমস্ত আবহাওয়ায় দারুন চলবে এই স্কুটার। পাশাপাশি এতে রয়েছে অ্যালুমিনিয়াম রিয়ার ভিউ মিরর, সাইড স্টেপ, ইত্যাদি। 450x এবং 450প্লাসের ড্যাশবোর্ডে থাকবে 2GB RAM। আগের মডেলে ছিল 1GB RAM।