Asus ZenPad 3S 8.0 অ্যান্ড্রয়েড নৌগাট আর 4680mAh এর ব্যাটারির সঙ্গে এল

Updated on 31-May-2017
HIGHLIGHTS

এই ডিভাইসের দাম আর এটি কবে থেকে পাওয়া যাবে সেই বিষয়ে কোন খবর দেওয়া হয়নি

চিনের ফোন তৈরির কোম্পানি Asus, Asus ZenPad 3S 8.0 নিয়ে এসছে। এই ডিভাইসটি Asus ZenPad 3 8.0’র সাক্সেসার। এই ডিভাইসটির দাম আর এটি কবে থেকে পাওয়া যাবে সেই বিষয়ে কোন খবর দেওয়া হয়নি।
 
Asus ZenPad 3S 8.0 তে 7.9 ইঞ্চির ডিসপ্লে আছে। এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 652 প্রসেসার আছে। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 7.0 নোউগাটে কাজ করে। এই ডিভাইসটির ব্যাটারি 4680mAh এর, এটি একটি নন রিমুভেবেল ব্যাটারি।

আরও দেখুনঃ Sony Xperia XZs এর সম্পর্কে এই ভিডিওটিতে ডিটেলসে জানুন

এই ডিভাইসটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। একটি ভেরিয়েন্ট 3GB/32GB’র আর অন্য ভেরিয়েন্টটি 4GB/64GB’র। এই ডিভাইসে 13MP’র রেয়ার ক্যামেরা আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা আছে, কানেক্টিভিটির জন্য এই ট্যাবলেটে 4G/LTE, WiFi (802.11 ac/b/g/n), ব্লুটুথ 4.1, GPS/AGPS/GLONASS আর ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

আরও দেখুনঃ Xiaomi Redmi 4 এবার 6 জুন সেলের জন্য পাওয়া যাবে

ইমেজ সোর্সঃ  

Connect On :