Apple, iPad Air আর iPad Mini লঞ্চ করেছে, এর প্রাথমি দাম 34,900 টাকা

Updated on 20-Mar-2019
HIGHLIGHTS

Apple তাদের iPad Air আর iPad Mini ভারতে লঞ্চ করেছে আর এদের প্রাথমিক দাম যথাক্রমে 44,900 টাকা আর 34,900 টাকা রাখা হয়েছে

Apple অবশেষে তাদের 10.5 ইঞ্চির iPad Air আর 7.9 ইঞ্চির iPad mini লঞ্চ করেছে আর ভারতে দের দাম যথাক্রমে 44,900 টাকা আর 34,900 টাকা প্রাথমিক দামে এসেছে।

iPad Air তে 10.5 ইঞ্চির রেটিনা ডিসপ্লে দেওয়া হয়েছে যা P3 কালার গেমুট আর 2224×1668 পিক্সাল রেজিলিউশান অফার করে। আর এই ট্যাবলেটে লেটেস্ট Apple A12 Bionic 7 nm চিপ আছে আর এর সঙ্গে 64 বিট আর্কইটেকচার, M12 মোশান প্রসেসার আর 256GB স্টোরেজ আছে। আর এটি 30.2 W-hr ব্যাটারি অফার করে, যা সিঙ্গেল চার্জে 10 ঘন্টা পর্যন্ত চলতে পারে। iPad Air য়ের মেজারমেন্ট 250.6×174.1×6.1mm আর 4G মডেলের সর্বাধিক ওজন 464 গ্রাম আর WiFi ওনলির ওজন 456 গ্রাম।

iPad Mini তে 7.9 ইঞ্চির ডিসপ্লে 2048×1536 পিক্সাল রেজিলিউশান 500 nits ব্রাইটন্মেশ আর 326 ppi অফার করেছে। আর এতে অক্টা কোর A12 বাওনিক 7nm চিপ 64 বিট আর্কিটেকচার, M12 মোশান কো প্রসেসার আর 256GB স্টোরেজ আছে। আর এর ওজন 300 গ্রাম আর এর মেজারমেন্ট 203.2x 134.8x 6.1mm। এই ট্যাবলেটে 19.1 W-hr ব্যাটারি দেওয়া হয়েছে আর এটি একবার চার্জে 10 ঘন্টার ব্যাটারি লাইফ দেয়।

দুটি আইপ্যাড iOS 12 য়ে চলে আর ডিভাইসে 8MP রেয়ার ক্যামেরা আছে আর যা হাইব্রিড আইআর ফিল্টার যুক্ত আর এতে 5P লেন্সের সঙ্গে f/2.4 অ্যাপার্চার আছে। আর এত ফ্রন্টে একটি 7MP ফেস টাইম HD ক্যামেরা দেওয়া হয়েছে। ট্যাবলেটের মেন অথেন্টিফিকেশানের জন্য টাচ আইডি দেওয়া হয়েছে, আর এটি কল আর স্টিরিও স্পিকারের জন্য ডুয়াল মাইক্রোফোন আইডি যুক্ত। এতে ওয়াই-ফাই, ব্লুটুথ 5.0 আর 4G LTE দেওয়া হয়েছে। আর iPad Air আর iPad Mini গোল্ড, সিলভার আর স্পেস ট্র্যাপ কালারে পাওয়া যাবে।

iPad Air ওয়াইফাই + সেলুলারের দাম 55,900 টাকা আর সেখানে Wi-fi Only র দাম 44,900 টাকা রাখা হেয়ছে। আর iPad Mini র বেস মডেল মানে Wi Fi ওনলির দাম 34,900 য়াকা আর WiFi + Cellular সেলুলারের দাম 45,900 টাকা রাখা হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :