Android P এই মাসেই অফিসিয়ালি লঞ্চ হতে পারে

Updated on 07-Aug-2018
HIGHLIGHTS

ইন্টারনেটের একটি লিকের মাধ্যমে বলা হয়েছে যে গুগলের নতুন OS কে Pixel আর Nexsu ডিভাইসে অফিসিয়ালি নিয়ে আসা হবে

Google, Android P য়ের ফাইনাল ডেভলাপার প্রিভিউ রিলিজ করে দিয়েছে আর এছাড়া কোম্পানি এটি দীর্ঘ সময় ধরে টেস্টও করে চলেছে। তবে গুগলের তরফে সম্প্রতি এর অফিসিয়াল লঞ্চ ডেট জানানো হয়নি। কিন্তু কোম্পানি এও বলেছে যে এই বছরের তৃতীয়াংশে এটি লঞ্চ করা হবে। আর এবার বিখ্যাত লিকস্টার Evan Blass য়ের মাধ্যমে জানা গেছে যে 20 আগস্ট অ্যান্ড্রয়েড P য়ের ফাইনাল ভার্সান Pixel আর Nexus ডিভাইসে এসে যাবে।

Blass একটি সহজ টুইটের মাধ্যেমে একটি ইমেজ ক্যালেন্ডার আমাদের সামনে নিয়ে এসেছেন যেখানে 20 আগস্টের ডেটে অ্যান্ড্রয়েড P র লোগোর সঙ্গে দেখা গেছে। আর আপনারা এই টুইটটি এখানে দেখতে পারবেন।

https://twitter.com/evleaks/status/1024997877209333762?ref_src=twsrc%5Etfw

আর এই বিষয়টি যদি সহজ হয় তবে এও হতে পারে যে খুব তাড়াতাড়ি গুগল তাদের নতুন OS য়ের কথা জানিয়ে দেবে। আর কিছু দিনা আগের একটি লিক অনুসারে Android P য়ের নামে অ্যান্ড্রয়েড Pistachio বা Pistachio ice-Cream হতে পারে। তবে সব সময়েই এই ধরনের কোন না কোন গুজব সামনে আশে। তবে কোম্পানি একটি নামের সঙ্গেই তা নিয়ে আসে।

Connect On :