digit zero1 awards

Amazon আজ এই প্রোডাক্ট গুলির ওপর বিশেষ অফার দিচ্ছে

Amazon আজ এই প্রোডাক্ট গুলির ওপর বিশেষ অফার দিচ্ছে
HIGHLIGHTS

মোবাইল, বাড়ির জিনিস, টিভি, ল্যাপটপ ইত্যাদিতে অফার পাওয়া যাচ্ছে

অ্যামাজনের ফেস্টিভ সিজনে অফার আর একবার এসেগেছে। এই অফারে অ্যামাজন মোইয়াবিল, বাড়ির জিনিস, টিভি, ল্যাপটপ আর অন্যান্য অনেক প্রোডাক্টে ছার দিচ্ছে। আপনার জদি এর মধ্যে থেকে কিছু কিনতে চান তবে এই লিস্টে থাকা জিনিসের মধ্যে কিছু খুব সহজেই কিনতে পারবেন। আসুন একবার এই তালিকা দেখে নেওয়া যাক।

স্মার্টফোন

Redmi 4 (Black, 64GB)

রেডমির এই ফোনটি আজকের সেলে 9,499 তে কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটির ওপর নো কস্ট EMI অপশান পাওয়া যাচ্ছে। এছাড়া এক্সচেঞ্জ অফারে এক্সট্রা ছার পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।

Nokia 6 

এই ফোনটি 14,999 টাকায় কেনা যাচ্ছে। এর আসল দাম 17,199 টাকা। এখান থেকে কিনুন।

OnePlus 5

এই ফোনটি আজকের এই ডিলে আপনি 32,999 টাকায় কিনতে পারবেন। এক্সচেঞ্জ অফারে এটি 4000  টাকা ছাড়ের সঙ্গে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।  

Lenovo K8 Note 

লেনোভোর এই ফোনটি আপনি আজকে 10,999 টাকায় কিনতে পারবেন। এর সঙ্গে এতে নো কস্ট EMI  অপশানও আছে। এটি এক্সচেঞ্জ অফারে 1000 টাকার ছাড়ের সঙ্গে কেনা যাচ্ছে। এখান থেকে কিনুন।
 
Samsung On5 Pro (Black)

স্যামসং এর এই ফোনটি আজকের সেলে 6,490 টাকায় কেনা যাবে। এর সঙ্গে এতে নো কস্ট EMI  অপশানও আছে। এখান থেকে কিনুন।
 
ল্যাপটপের অফার
 
Intel Core i3 উইন্ডোজ যুক্ত ল্যাপটপ, এসার, এইচপি আর লেনোভো ব্র্যান্ডে পাওয়া যাচ্ছে। আর এতে নো ক্সট EMI অপশান পাওয়া যাচ্ছে। যা প্রতিমাসে 4165  টাকা থেকে শুরু। এখান থেকে কিনুন।
 
টিভিতে অফার

BPL 80 cm 32 ইঞ্চিLED Smart TV 

এই স্মার্টট টিভিটি আজকের সেলে 14,990 টাকায় কিনতে পারবেন। এর আসল দাম 24,990 টাকা বলা হয়েছে। আর এর সঙ্গে এটি নো  কস্ট EMI তে প্রতি মাসে 4830 টাকায় কেনা যাবে। এখান থেকে কিনুন।
 
হেডফোনের ওপর অফার

JBL C100SI In-Ear Headphones with Mic

এই হেডফোনটি আজকে  699 টাকায় কেনা যাবে। এর আসল দাম 1,299 টাকা। এখান থেকে কিনুন। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo