Amazon Prime Days Sale শুরু, স্মার্টফোন-হেডফোনে ফাটাফাটি ছাড়, দেখুন সেরা ডিলগুলো
Amazon Prime Days Sale শুরু হয়ে গিয়েছে
এই সেল আগামী 16 জুলাই পর্যন্ত চলবে
এখানে মোবাইল থেকে হেডফোন সব কিছুর উপরেই ছাড় পাওয়া যাচ্ছে
Amazon -এ তাদের বার্ষিক সেল, Amazon Prime Days Sale শুরু হয়ে গিয়েছে। এই সেলটি আগামী 16 জুলাই পর্যন্ত চলবে। এখানে স্মার্টফোন থেকে হেডফোন, অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্ট, ইত্যাদির উপর ফাটাফাটি ছাড় রয়েছে।
এখানে বিভিন্ন প্রোডাক্টে আকর্ষণীয় সব অফার পাবেন। নো cost EMI -এর সুবিধা পাবেন এখানে গ্রাহকরা। সঙ্গে SBI, ICICI -এর ক্রেডিট দিয়ে EMI লেনদেন করলে পাবেন 1,000 টাকা ছাড় আর EMI ছাড়া লেনদেন করলে পাবেন 750 টাকার ছাড়।
5% ছাড় পাবেন Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের সাহায্যে লেনদেন করলে। এছাড়া HDFC ব্যাংকের কার্ড দিয়ে EMI লেনদেন করলে 1,250 টাকার ছাড় পাবেন।
Amazon Prime Days Sale এর সেরা ডিল
iPhone 14
আসল দাম: 79,990 টাকা
অফার প্রাইজ: 66,499 টাকা
Apple -এর এই ফোনটির উপর এই সেলে বিপুল ছাড় পাওয়া যাচ্ছে। বলা ভালো এখন iPhone 14 সব থেকে সস্তায় কেনা যাচ্ছে। এখানে গ্রাহকরা এক্সচেঞ্জ অফার পেয়ে যাবেন। সেই অফার পুরোপুরি পেলে এই ফোন আপনি মাত্র 35,650 টাকায় কিনতে পারবেন।
তাছাড়া no cost EMI এর সুবিধা তো আছেই। সেরা ডিল দেখুন
Samsung Galaxy M14 5G
আসল দাম: 18,990
অফার প্রাইজ: 15,490
তবে আপনি কি জানেন আপনি যদি এই ফোনে ব্যাংক অফার জুড়ে নেন তাহলে আপনি এক ফোনটি মাত্র 13,490 টাকায় কিনতে পারবেন। এটি অন্যতম সেরা বাজেট ফোন। এখানেও এক্সচেঞ্জ অফার আছে। সেক্ষেত্রে গ্রাহকরা 14,100 টাকা পর্যন্ত ছাড় পেতে পারবেন।
এই ফোনের ইউএসপি হল এর 6000 mAh এর শক্তিশালী ব্যাটারি। সেরা ডিল দেখুন
Samsung Galaxy M34 5G
আসল দাম: 25,999
অফার প্রাইজ: 20,999
এটি একটি ফাটাফাটি মিড রেঞ্জের ফোন। গ্রাহকরা এই সদ্য লঞ্চ হওয়া ফোনটি Amazon Prime Days Sale থেকে বেশ অনেকটা সস্তায় কিনতে পারবেন। ব্যাংক অফার মিলিয়ে এই ফোনের দাম পড়বে 19,749 টাকা।
এছাড়া এক্সচেঞ্জ অফার জুড়ে নিলে এই ফোনের দাম কমে যাবে আরও অনেকটাই। সেরা ডিল দেখুন
Eco Buds
আসল দাম: 11,999
অফার প্রাইজ: 4,499
এই দামে এবং ফিচারে ঠাসা ইয়ারবাডটি এখন মাত্র 4,499 টাকায় কেনা যাচ্ছে। এখানে গ্রাহকরা Alexa Voice Assistant সাপোর্ট সহ ANC, ইত্যাদির সুবিধা পাবেন। তিনটি মাইক্রোফোন আছে এই ইয়ারবাডসে।
আর এই ইয়ারবাডসের ওয়্যারলেস চার্জিং -এর সুবিধা যুক্ত মডেল কিনতে চাইলে আরও একটু বেশি খরচ করতে হবে আপনাকে, সেক্ষেত্রে 6,499 টাকা ব্যয় করলেই হবে। সেরা ডিল দেখুন
Sony WH 1000 XM5 Wireless Headphones With ANC
আসল দাম: 34,990
অফার প্রাইজ: 25,990
Sony -এর জনপ্রিয় হেডফোনটির দাম এখন বেশ অনেকটাই কমেছে। এটির দাম আরও একটু কমবে যদি আপনি ব্যাংক কার্ডের সাহায্যে এটিকে কেনেন। তাহলে 2,000 টাকা ছাড় পাবেন এই ডিভাইসের উপর। তখন মাত্র 23,990 টাকায় কেনা যাবে।
নো কস্ট EMI -এর সুবিধা তো আছেই। সেরা ডিল দেখুন
Bose Noise Cancelling 700 Wireless Headphones
আসল দাম: 34,990
অফার প্রাইজ: 25,990
এই হেডফোনটিও বেশ জনপ্রিয়। এই হেডফোনটি গ্রাহকরা আরও সস্তায় কিনতে পারবেন যদি তাঁরা ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ডের সাহায্যে লেনদেন করেন। তাহলে আরও 1,000 টাকার ছাড় পাবেন।
এই 34,990 টাকার হেডফোন তখন মাত্র 24,990 টাকায় কেনা যাবে। সেরা ডিল দেখুন
Bose Quiet Comfort 45 Wireless Headphones
আসল দাম: 29,900
অফার প্রাইজ: 19,999
এই হেডফোনের উপর একেবারে 10,000 টাকা ছাড় রয়েছে। ফলে 20,000 টাকার মধ্যে ভালো হেডফোন চাইলে নিশ্চিন্তে এটিকে বেছে নিতে পারেন। এই হেডফোনের দাম আরও একটু কমানো যেতে পারে যদি কেউ ব্যাংকের কার্ডের সাহায্যে কেনাকাটা করেন।
তাহলে আপনি এই হেডফোনের উপর আরও 1,000 টাকা ছাড় পাবেন। এটিকে তখন মাত্র 18,999 টাকায় কেনা যাবে। সেরা ডিল দেখুন
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile