এই সেলে Apple প্রোডাক্টের উপর ব্যাপক ছাড় পাওয়া যাচ্ছে
iPhone 14, iPad Pro এর উপর এই ছাড় একদমই মিস নয়
Amazon Prime Days Sale চলছে এখন। Amazon -এর এই দুই ব্যাপী বার্ষিক সেলের আজকেই শেষ দিন। এখানে একাধিক প্রোডাক্টের উপর ব্যাপক ছাড় আছে। বাদ যাচ্ছে না Apple -এর প্রোডাক্ট।
আপনি যদি আকর্ষণীয় দামে Apple -এর প্রোডাক্ট কিনতে চান তাহলে এটাই কিন্তু সুযোগ। iPhone, iPad, Airpods, ইত্যাদির উপরেও ব্যাপক ছাড় আছে এখন এই E-commerce সাইটে। তাই আপনি যদি অল্প দামেই এই সব প্রোডাক্ট কিনতে চান তাহলে আর অপেক্ষা নয়। দেখুন এই সেলে কোন কোন প্রোডাক্টে কত ছাড় পাবেন।
iPhone 14
আসল দাম: 89,900
অফার প্রাইজ: 77,999
গত বছর লঞ্চ হওয়া Apple -এর লেটেস্ট Flagship সিরিজের ফোন এটি। এখানে 6.1 ইঞ্চির একটি সুপার রেটিনা ডিসপ্লে আছে। A15 বায়োনিক প্রসেসরের সাহায্যে চলে এটি।
এখানে 12 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল এখন 89,900 টাকার বদলে মাত্র 77,999 টাকায় কেনা যাচ্ছে। সেরা ডিল এখানে
2022 সালে লঞ্চ হওয়া এই iPad -এ গ্রাহকরা পেয়ে যাবেন 11 ইঞ্চির একটি লিকুইড রেটিনা ডিসপ্লে আছে। এটি Apple M2 প্রসেসরের সাহায্যে চলে। এখানে 12 এবং 10 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা আছে।
এটির 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 81,900 টাকা। কিন্তু এখন কেনা যাবে 76,990 টাকায়। সেরা ডিল এখানে
Apple Watch Series 8
আসল দাম: 45,900
অফার প্রাইজ: 36,900
GPS -এর সুবিধা যুক্ত এই ঘড়িটির আসল দাম 45,900 টাকা হলেও এটি কিন্তু এখন মাত্র 36,900 টাকায় কেনা যাচ্ছে। এখানে 41 mm রেটিনা LTPO OLED ডিসপ্লে রয়েছে। Apple S8 ফিচারের সাহায্যে চলে এই ঘড়ি। সেরা ডিল এখানে
Apple Airpods 3Rd generation
আসল দাম: 19,900
অফার প্রাইজ: 15,900
ভাল মানের Earbuds -এর খোঁজ করে থাকলে এটি অবশ্যই আপনার পছন্দ হবে। এখানে স্পেশিয়াল অডিও সহ ডায়নামিক হেড ট্র্যাকিং, স্কিন ডিটেক্টর, ইত্যাদির সুবিধা পাওয়া যাবে।
এটি সাধারণত 19,900 টাকায় বিক্রি হয়। কিন্তু এখন এটি মাত্র 15,900 টাকায় কেনা যাবে। সেরা ডিল এখানে
এই ফোনটি বেশ কিছু বছর আগে লঞ্চ হলেও বাজারে এটির এখনও বেশ ভালই চাহিদা আছে। একই সঙ্গে এই ফোনটি বেশ টেকসই বটে। এখানে 6.1 ইঞ্চির একটি সুপার রেটিনা ডিসপ্লে রয়েছে।
এখানে A14 বায়োনিক প্রসেসরের আছে। এই সেলে ফোনটি 59,900 টাকার বদলে 53,900 টাকায় কেনা যাবে। সেরা ডিল এখানে
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.