Amazon Prime Day 2022 Sale (প্রাইম ডে সেল 2022) শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে। এই অফার চলবে পর পর দুদিন। 23 জুলাই শুরু হবে, চলবে 24 জুলাই অবধি। এই সময় আমাজনে একাধিক ব্র্যান্ডের মোবাইল ফোনের উপর মিলবে আকর্ষণীয় ছাড়। এই ব্র্যান্ডের তালিকায় রয়েছে Samsung, Apple, Xiaomi, OnePlus, Realme। এই ব্র্যান্ডের একাধিক ফোনের উপর থাকবে দারুন সব ছাড়। দেখে নেওয়া যাক কোন ব্র্যান্ডের কোন ফোনের উপর থাকছে এই ছাড়।
এই ব্র্যান্ডের একাধিক ফোনেই থাকছে দুর্দান্ত অফার। OnePlus 9 ফোনটিতে গ্রাহক 15 হাজার টাকা অবধি ছাড় পেতে পারেন। হ্যাঁ ঠিকই পড়লেন 15 হাজার। পাশাপাশি OnePlus এর কিছু ফোনের উপর থাকছে 9 মাস no cost EMI এর সুবিধাও থাকবেন কোনও গ্রাহক এই সুবিধা পেতে চাইলে তাঁকে OnePlus 10R 5G অথবা OnePlus 10Pro 5G কিনতে হবে। এই ফোনগুলোর মধ্যে OnePlus 10R 5G কিনলে ক্রেতা অতিরিক্ত 4000 টাকার ছাড় পাবেন। অন্যদিকে তিনি যদি OnePlus 10Pro 5G ফোনটিকে বেছে নেন তাহলে তিনি 7000 টাকা ছাড় পাবেন। এর সঙ্গে এই ব্র্যান্ডের Nord সিরিজের উপরেও দেওয়া হবে ছাড়। OnePlus Nord CE2 Lite 5G ফোনেও মিলবে দারুন ছাড়।
প্রাইম ডে সেল 2022–এ শাওমির ফোনের এই ব্র্যান্ডের ফোনে মিলবে 40% ছাড়। Redmi এর 9 সিরিজের ফোনগুলোতে গ্রাহকরা 6899 টাকা ছাড় পাবেন। অন্যদিকে Redmi Note 10 সিরিজের ফোনগুলোয় দেওয়া হয়েছে 600 টাকা ছাড়। কোনও গ্রাহক যদি শাওমির Redmi Note 10T 5G, অথবা Redmi Note 10 Pro কিংবা Redmi Note 10 Pro Max কেনেন তাহলে ফ্রি কুপন পেতে পারেন। পাশাপাশি এই অফারে Redmi 11T pro মাত্র 35999 টাকায়।
স্যামসাংয়ের একাধিক ফোনের উপর রয়েছে প্রায় 30% ছাড়। ব্যাপক ছাড় থাকবে Samsung M সিরিজের ফোনগুলোয়। Samsung এর গ্যালাক্সি M5 5G ফোনেও দেওয়া হচ্ছে আকর্ষণীয় ছাড়।
কম বেশি সবারই ইচ্ছা থাকে আইফোন কেনার। কিন্তু এই ব্র্যান্ডের ফোনগুলোর দাম এতটাই বেশি হয় যে সাধ থাকলেও অনেকের সাধ্যে কুলোয় না। কিন্তু Amazon Prime Day এর অফারে কেউ চাইলে সেই সাধ পূরণ করতেই পারেন। এই ব্র্যান্ডের ফোনের উপর সর্বোচ্চ 20 হাজার টাকার ছাড় পাওয়া যেতে পারে। কোন ফোনগুলোতে থাকবে এই ছাড়? iPhone 13, iPhone 13 Pro, iPhone 13 Pro Max এর উপর থাকবে এই ছাড়।