Amazon.in এবার হিন্দিতে, এর পরে কী বাংলাতেও আসবে! জানুন

Updated on 04-Sep-2018
HIGHLIGHTS

Amazon.in অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ আর মোবাইল সাইটে হিন্দিতে ব্যাবহার করা যাবে

অ্যামাজন ইন্ডিয়া অ্যামাজন.ইন য়ের হিন্দি ভাষা লঞ্চ করেছে। আজকে দিল্লিতে একটি ইভেন্টে এই লঞ্চ করা হয়। এবার ইউজার্সরা হিন্দিতে অ্যামাজন ব্যাবহার করতে পারবেন। এটি অ্যামাজনের মোবাইল অ্যাপ আর ওয়েবসাইটে পাওয়া যাবে।

অ্যামাজনের তরফে জানানো হয়েছে যে আপাতত ভারতে হিন্দি ভাষায় অ্যামাজন লঞ্চ করেছে। আর পরে এই হিন্দি অ্যামাজন কেমন চলছে দেখার পরে তারা যদি বোঝেন তবে অন্য ভাষাতেও ভারতে অ্যামাজন আসবে। আর এর মধ্যে থাকবে বাংলাও।

আজকের এই অনুষ্ঠানে অ্যামাজন ইন্ডিয়ার ক্যাটাগরি ম্যানেজমেন্ট ভাইস প্রেসিডেন্ট মনীষ তিওয়ারি উপস্থিত ছিলেন আর তিনি বলেন যে, “আমরা চাই যে অ্যামাজনের এই নতুন উদ্যোগ সব গ্রাহকদের জন্য তাদের ইচ্ছানুসারে সব প্রোডাক্ট পাওয়া যাবে। আর এই হিন্দিতে লঞ্চের পরে এবার পরবর্তী 100 মিলিয়ান গ্রাহকদের অনলাইনে সাহায্য করবে।“

এবার যারা অ্যামাজন হিন্দিতে চান তারা এটি মোবাইল অ্যাপ বা মোবাইল সাইট থেকে পাবেন। এর জন্য ওপরের সাইডে মেনুতে ভাষা চেঞ্চের অপশান বাছতে হবে আর এবার এখানে আপনারা আপনাদের পছন্দের ভাষা পেয়ে যাবেন।

এখন এই ফিচারটি বিটা তে আছে আর এই ফিচারটি আমি নিজে জাচাই করে দেখেছি।

এবার অপেক্ষায় তবে কবে আসবে অ্যামাজন বাংলায়!

Connect On :