Fire TV stick র ভারতে প্রতিযোগী হবে Google Chrome cast 2 আর সম্প্রতি লঞ্চ হওয়া Airtel Internet TV
ইকামর্স কোম্পানি অ্যামাজন ভারতে খুব তাড়াতাড়ি Fire TV stick লঞ্চ করতে পারে. Fire TV stick ভারতে অ্যামাজন প্রাইম কাস্টমারদের জন্য পাওয়া যাবে, এর দাম হবে Rs.1,999.
যে সমস্ত ইউজার্সদের কাছে অ্যামাজনের প্রাইম মেম্বারশিপ নেই তাদের এই Fire TV stick টিভির জন্য Rs.3,999 দিতে হবে. অ্যামাজন নিজেদের রিটেল পার্টনার ক্রোমা ও রিলায়েন্স ডিজিটাল এর মাধ্যমে ভারতে এটি বিক্রি করবে.
এছাড়া Fire TV stick অ্যামাজনের ই-কমার্স ওয়েবসাইটেও পাওয়া যাবে. রিপোর্ট অনুসারে অ্যামাজন Fire TV stick কে ডিসেম্বরে অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে লঞ্চ করবে.
অ্যামাজনের Fire TV stick এর প্রতিযোগিতা ভারতে Google Chromecast 2 আর সম্প্রতি লঞ্চ হওয়া Airtel Internet TV র সঙ্গে হবে. অ্যামাজনের এই সার্ভিসে দুটি গ্র্যান্ড টুর, ট্রান্সপারেন্ট আর দুটি মেন ইন দ্যা হাই ক্যাসেলের মতন শো দেখতে পাওয়া যাবে.