অ্যামাজন খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করবে Fire TV stick
Fire TV stick র ভারতে প্রতিযোগী হবে Google Chrome cast 2 আর সম্প্রতি লঞ্চ হওয়া Airtel Internet TV
ইকামর্স কোম্পানি অ্যামাজন ভারতে খুব তাড়াতাড়ি Fire TV stick লঞ্চ করতে পারে. Fire TV stick ভারতে অ্যামাজন প্রাইম কাস্টমারদের জন্য পাওয়া যাবে, এর দাম হবে Rs.1,999.
যে সমস্ত ইউজার্সদের কাছে অ্যামাজনের প্রাইম মেম্বারশিপ নেই তাদের এই Fire TV stick টিভির জন্য Rs.3,999 দিতে হবে. অ্যামাজন নিজেদের রিটেল পার্টনার ক্রোমা ও রিলায়েন্স ডিজিটাল এর মাধ্যমে ভারতে এটি বিক্রি করবে.
এছাড়া Fire TV stick অ্যামাজনের ই-কমার্স ওয়েবসাইটেও পাওয়া যাবে. রিপোর্ট অনুসারে অ্যামাজন Fire TV stick কে ডিসেম্বরে অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে লঞ্চ করবে.
আরো দেখুন: Jio ইউজার্সরা এবার এয়ার এশিয়ার টিকিট কাটার সময় 15% ডিস্কাউন্ট পাবে
অ্যামাজনের Fire TV stick এর প্রতিযোগিতা ভারতে Google Chromecast 2 আর সম্প্রতি লঞ্চ হওয়া Airtel Internet TV র সঙ্গে হবে. অ্যামাজনের এই সার্ভিসে দুটি গ্র্যান্ড টুর, ট্রান্সপারেন্ট আর দুটি মেন ইন দ্যা হাই ক্যাসেলের মতন শো দেখতে পাওয়া যাবে.
এছাড়া অ্যামাজন ভিডিও হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, মারাঠির মতন ভারতীয় ভাষায়ও কন্টেন্ট দেবে. অ্যামাজন ভিডিওতে দ্যা ভেম্পায়ার ডিজায়ার, সুপারন্যাচারাল, Mr. রোবোটের মতন শোও উপলব্ধ হবে.
আরো দেখুন: Airtel নিয়ে এল একটি নতুন অফার, এবার নিজেদের গ্রাহকদের জন্য দিচ্ছে ফ্রি 30GB ডাটা
আরো দেখুন: Moto C আর Moto C Plus এর ছবি লঞ্চ হওয়ার আগেই লিক হল
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile