Amazon Great Summer Sale শুরু হচ্ছে মে মাসের 4 তারিখ থেকে। এদিন দুপুর 12টা থেকে এই সেল শুরু হচ্ছে। তবে যাঁরা Amazon Prime -এর মেম্বার তাঁদের জন্য আজ রাত 12টা থেকেই এই সেল শুরু হয়ে যাচ্ছে।
এই E-commerce সাইটের তরফে Samsung Galaxy M14 Xiaomi 12 Pro, OnePlus 10 Pro, IQOO Neo 7, iPhone 14 -এর মতো একাধিক ফোনে বিপুল ছাড় ঘোষণা করা হয়েছে।
Samsung Galaxy M14 5G ফোনটি সদ্যই দেশে লঞ্চ করেছে। 15,000 টাকার মধ্যে এটি অন্যতম সেরা ফোন। এখন এই সেলে এই ফোনটি 12,490 টাকায় কেনা যাবে। এই ফোনটি দেশে লঞ্চ হয়েছিল 14,990 টাকায়।
অন্যদিকে IQOO Z6 Lite ফোনটির উপরেও বেশ অনেকটাই ছাড় মিলছে। এটাও একটি বাজেট ফোন যা এই সেলে মাত্র 12,499 টাকায় কেনা যাবে।
iPhone 13- এর উপর কত ছাড় মিলবে সেটা এখনও জানা যায়নি। তবে এই সেল পেজ থেকে জানা গিয়েছে iPhone 14 কিন্তু মাত্র 39,293 টাকায় কেনা যাবে।
এই ফোনের উপর 12,901 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট মিলবে। অর্থাৎ 79,990 টাকার বদলে এটি 66,999 টাকায় কেনা যাবে কোনও ব্যাংক অফার ছাড়া। এছাড়া এখানে ICICI, Kotak ব্যাংকের কার্ড ব্যবহার করে কিনলে অতিরিক্ত ছাড় মিলবে, সঙ্গে এক্সচেঞ্জ অফার তো আছেই।
Samsung Galaxy S23 Plus ফোনটি এই বছরের অন্যতম সেরা Flagship ফোন। Amazon -এর এই সেলে এটি মাত্র 89,999 টাকায় কেনা যাবে।
অন্যদিকে Xiaomi 12 Pro ফোনটিও কিন্তু একটি দুর্দান্ত Flagship ফোন যা 42,999 টাকায় কেনা যাবে এই সেল থেকে। তবে এখানে ব্যাংক অফার যুক্ত আছে।
আপনি যদি OnePlus ব্র্যান্ডের ভক্ত হন তাহলে জানাই এই ব্র্যান্ডের OnePlus 10 Pro ফোনটি 54,999 টাকায় কেনা যাবে। অন্যদিকে OnePlus 10R ফোনটির দাম কমে এই সেলে হবে 29,999 টাকা। বর্তমানে এটি 31,999 টাকায় বিকোচ্ছে।
এছাড়া IQOO Neo 7 -এর উপরেও বেশ অনেকটাই ছাড় পাওয়া যাবে। এই ফোনটির দাম রাখা হয়েছে 26,999 টাকা।