গরমকালে কোনও E-commerce সাইটের সেল শুরু হওয়া মানেই সকলের চোখ ফ্রিজ থেকে এসির দিকে থাকে। বাদ যায় কুলার বা স্ট্যান্ড ফ্যান। হবে নাই বা কেন এগুলো যে আমাদের গরমের হাত থেকে রক্ষা করে।
তাই বলে যে কেবল এসব প্রোডাক্টে ছাড় পেলেই সবাই খুশি হন এমনটা কিন্তু নয়! যে কোনও ইলেকট্রনিক ডিভাইসের উপর ছাড় মিললেই অল্প দামে পছন্দসই কিনতে পেরে সবাই খুশি হন।
আর এমনই এক সেল, থুড়ি সামার সেল নিয়ে আসছে ভারতের জনপ্রিয় E-commerce সাইট, Amazon। এখানে শীঘ্রই শুরু হতে চলেছে Amazon Great Summer Sale। যদিও এই সেল কবে শুরু হবে সেই দিন এখনও প্রকাশ্যে আসেনি। তবে কোন কোন প্রোডাক্টে কত ছাড় মিলবে সেটার একটা আন্দাজ অবশ্যই পাওয়া গিয়েছে।
গ্রাহকদের স্বস্তি দিতে এই সেলে কেবল ফ্ল্যাট ডিসকাউন্ট নয়, অতিরিক্ত সুবিধা হিসেবে ব্যাংক অফারও পাওয়া যাবে। ICICI, Kotak Mahindra ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ডের সাহায্যে এই সেলে কেনাকাটা করলে মিলবে 10% ছাড়। এছাড়া EMI লেনদেন করলেও ফাটাফাটি ছাড় পাওয়া যাবে।
এখনও কোন প্রোডাক্টে কত ছাড় পাওয়া যাবে সেটা প্রকাশ্যে আনেনি Amazon। তবে কিছু কিছু প্রোডাক্টের আভাস এই সেলের টিজারে পাওয়া গিয়েছে।
মোবাইল এবং তার আনুষাঙ্গিক জিনিসে 40% ছাড় থাকবে। এর মধ্যে OnePlus Nord CE 3 Lite, IQOO 27 5G ইত্যাদির মতো সদ্য লঞ্চ হওয়া ফোনও থাকবে।
বাজেট ফোনের উপরেও এই সেলে ছাড় পাওয়া যাবে। সেই ফোনগুলোর দাম শুরু হবে 5,899 টাকা থেকে। এছাড়া প্রতি মাসে 1,555 টাকার no cost EMI -এর সুবিধা মিলবে।
ল্যাপটপ এবং স্মার্টওয়াচে 75% ফ্ল্যাট ডিসকাউন্ট মিলতে পারে এই সেলে। ল্যাপটপে সেক্ষেত্রে প্রায় 40,000 টাকার মতো ছাড় এবং ট্যাবলেটে 60% মতো ছাড় পাওয়া যাবে। 1 লাখ ফ্রি ইয়ারফোন এবং স্মার্টফোনের লিস্ট আছে Amazon -এর কাছে। যদিও সেগুলো সঠিক তথ্য এখনও জানা যায়নি।
এবার যদি Amazon -এর ইন হাউজ প্রোডাক্টের কথা বলতে হয় তাহলে Alexa Fire TV, Fire Stick, ইত্যাদির উপর 40% ছাড় পাওয়া যাবে এই সেলে।
এখনও পর্যন্ত টিজার থেকে এতটুকুই জানা গিয়েছে। ফলে টিজারেই যদি এত অফারের আভাস মেলে তাহলে বুঝতেই পারছেন আসল সেলে কত প্রোডাক্টে কত ছাড় পাবেন।